ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ঈদে ঘরমুখো যাত্রীদের ঝুঁকিপূর্ণ স্পিডবোটে পদ্মা পারাপার

প্রকাশিত: ০৬:৫১, ১৭ আগস্ট ২০১৮

ঈদে ঘরমুখো যাত্রীদের ঝুঁকিপূর্ণ স্পিডবোটে পদ্মা পারাপার

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ১৬ আগস্ট ॥ ঈদে ঘরমুখো মানুষ শরীয়তপুর-মাওয়া রুটে জীবনের ঝুঁকি নিয়ে স্পিডবোটে পদ্মা পারাপার হচ্ছে। এছাড়াও যাত্রীদের সঙ্গে চালকদের দুর্ব্যবহার ও স্বেচ্ছাচারিতা, অতিরিক্ত ভাড়া আদায়, নিয়মনীতির তোয়াক্কা না করে অতিরিক্ত যাত্রী বহন ও সন্ধ্যার পর ঝুঁকিপূর্ণ উত্তাল পদ্মা পারাপারের ক্ষেত্রে বেপরোয়া হয়ে উঠেছে স্পিডবোট ইজারাদার ও চালকরা। যাত্রীদের মধ্যে অনেক নারীসহ যাত্রীও হেনস্তা হচ্ছেন মাওয়া ঘাটের স্পিডবোট চালক ও শ্রমিকদের হাতে। এসব ঘটনা নিত্যনৈমিত্তিক বিষয়ে হলেও দেখার যেন কেউ নেই। এ বিষয়ে মাওয়া ঘাটের ইজারাদার আশরাফ হোসেন মুখ খুলতে রাজি হননি। আকাশে মেঘ জমেছে, যে কোন সময় শুরু হতে পারে ঝড়-বৃষ্টি। এমন বিপদের আশঙ্কা মাথায় নিয়েই ২৫ ফুটের কম দৈর্ঘ্যরে স্পিডবোটে ২৬ যাত্রী উঠে পড়েছে। আর অন্তত ২ জন তোলার অপেক্ষা, লাইফ জ্যাকেট নেই, নেই নিরাপত্তামূলক অন্য কোন ব্যবস্থা। তবুও কোন চিন্তা নেই যাত্রী ও চালকদের। ঝুঁকি যতই থাক নদী পার হতে হবেই। পাশেই লঞ্চঘাট সময় বাঁচাতে জীবনের পরোয়া করছে না এসব যাত্রী। শরীয়তপুর-মাওয়া ঘটে শতাধিক স্পিডবোটে হাজার হাজার যাত্রী এ রকম ঝুঁকি নিয়েই নদী পার হচ্ছে। লাইফ জ্যাকেট থাকলেও সেগুলো ঝুলানো আছে ঘাটের পন্টুনে। অতিরিক্ত যাত্রী বা নিরাপত্তা নিয়ে মাথা ঘামায় না যাত্রী বা বোট মালিকরা। ঘাট তদারকিতে কাউকে পাওয়া যায় না।
×