ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সংযোগের আগেই বিদ্যুত বিল!

প্রকাশিত: ০৬:৫০, ১৭ আগস্ট ২০১৮

সংযোগের আগেই বিদ্যুত বিল!

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ছয় মাস পূর্বে বিদ্যুত সংযোগ পাওয়ার জন্য স্থানীয় পল্লী বিদ্যুত সমিতির জোনাল অফিসে আবেদন করেছিলেন জেলার বাবুগঞ্জ উপজেলার নতুনচর জাহাপুর গ্রামের বাসিন্দা হনুফা বেগম। গত দুই মাস ধরে বসতঘর পর্যন্ত বিদ্যুতের তার ঝুলিয়ে রাখলেও সংযোগ দেয়া হয়নি। বিদ্যুত সংযোগ না পেলেও গত জুলাই মাসের বিদ্যুত বিল পাঠিয়েছে পল্লী বিদ্যুত। ভুতুড়ে এ কা-টি ঘটিয়েছে পল্লী বিদ্যুত সমিতির গৌরনদী জোনাল অফিস। এছাড়াও জুলাই মাসে ওই এলাকার সহ¯্রাধিক গ্রাহককে মনগড়াভাবে ভুতুড়ে বিল পাঠানো হয়েছে বলেও গ্রাহকরা অভিযোগ করেন। বিদ্যুত সংযোগ না পেয়েও বিল পাওয়া নতুনচর জাহাপুর গ্রামের বাসিন্দা মোশাররফ মোল্লার স্ত্রী হনুফা বেগম জানান, বিদ্যুত ব্যবহার না করেও জুলাই মাসে তাকে ৭৮ টাকার বিল পাঠানো হয়েছে। বিষয়টি তিনি জোনাল অফিসে যোগাযোগ করেও কোন প্রতিকার পাননি। পল্লী বিদ্যুত অফিস থেকে তাকে জানিয়ে দেয়া হয় বিল পরিশোধ করতে। এতে স্থানীয়ভাবে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বিষয়টি জানার পর বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার খালেদ হোসেন স্বপন পল্লী বিদ্যুত সমিতির জেলারেল ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করার পর গত চারদিন আগে হনুফা বেগমের বসত ঘরে মিটার স্থাপন করে বিদ্যুত সংযোগ দেয়া হলেও ভুতুড়ে বিলের ব্যাপারে কোন সিদ্ধান্ত দেয়া হয়নি। ওই গ্রামের মৃত আবুল হোসেন হাওলাদারের পুত্র কবির হোসেন অভিযোগ করেন, পূর্বে প্রতি মাসে তার ঘরে ১৫০ থেকে ১৮০ টাকা হারে বিদ্যুত বিল এলেও জুলাই মাসে তার কাছে পাঠানো বিদ্যুত বিল এসেছে ৪৮০ টাকা।
×