ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দরপতনের শীর্ষে এনএলআই ফার্স্ট মিউচুয়াল ফান্ড

প্রকাশিত: ০৬:৩৫, ১৭ আগস্ট ২০১৮

দরপতনের শীর্ষে এনএলআই ফার্স্ট মিউচুয়াল ফান্ড

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার টপটেন লুজার বা দর কমার তালিকায় শীর্ষে উঠে এসেছে এনএলআই ফার্স্ট মিউচুয়াল ফান্ড। ফান্ডটির ইউনিট দর আগের দিনের চেয়ে ৯.৫৯ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, ফান্ডটির ইউনিট দর বৃহস্পতিবার সর্বশেষ ১৩ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে। এদিন ফান্ডের ৫১ বারে এক লাখ ২ হাজার ৫৩০টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৩ লাখ টাকা। এছাড়া লুজার তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে সাউথইস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড। ফান্ডটির ইউনিট দর আগের দিনের চেয়ে ৮.৭০ শতাংশ কমে সর্বশেষ ১২ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে। আজ ফান্ডটি ৩২ বারে ২৮ হাজার ১৭৫টি ইউনিট লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৩ লাখ টাকা। লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছেÑ আমান কটন ফেব্রিক্স, কেডিএস এক্সেসরিজ, এইচআর টেক্সটাইল, কুইন সাউথ টেক্সটাইল, রিজেন্ট টেক্সটাইল, দেশবন্ধু পলিমার, এইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ড।
×