ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভিয়েনায় শোক দিবসের আলোচনায় জিয়ার কবর ঢাকা থেকে সরানোর দাবি

প্রকাশিত: ০৬:৩০, ১৭ আগস্ট ২০১৮

ভিয়েনায় শোক দিবসের আলোচনায় জিয়ার কবর ঢাকা থেকে সরানোর দাবি

আনিসুল হক, ভিয়েনা থেকে ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশন বুধবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় শোক সভার আয়োজন করে। ভিয়েনার হউফসাইলরে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন অস্ট্রিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ আবু জাফর, সঞ্চালনা করেন কাউন্সেলর ও চ্যান্সারি প্রধান রাহাত বিন জামান। অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুসহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে একমিনিট নীরবতা পালন করা হয়। জাতীয় শোক দিবস উপলক্ষে মহামান্য রাষ্ট্র্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ও মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক প্রেরিত বাণী পাঠ করে শোনানো হয়। সভায় রাষ্ট্রদূত মোঃ আবু জাফর তার বক্তব্যে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, ‘বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে। কিন্তু তার আদর্শ জীবন্ত’ তিনি বঙ্গবন্ধু । তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার কাজে আপনারা নিজ নিজ অবস্থান থেকে সরকারকে সহযোগিতা করুন।’ সভায় এম. নজরুল ইসলাম বলেন, ‘বর্তমান সরকার বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ইতোমধ্যে জাতির ইতিহাসের অনেক বিকৃতি ও কলঙ্ক দূর করেছে। বঙ্গবন্ধু হত্যার বিচার করেছে। জননেত্রী শেখ হাসিনার কাছে আমাদের দাবি, আসছে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সর্বাগ্রে বঙ্গবন্ধু হত্যাকারীদের নেতা, ইতিহাসের অন্যতম নিষ্ঠুর খলনায়ক জেনারেল জিয়ার কবর ঢাকার কেন্দ্রস্থল থেকে সরিয়ে নিতে হবে।’ সভা শেষে ’৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ নিহত সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
×