ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সীতাকুণ্ডে সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ০৬:০৩, ১৭ আগস্ট ২০১৮

সীতাকুণ্ডে সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, সীতাকুণ্ড (চট্টগ্রাম), ১৬ আগস্ট ॥ সীতাকুণ্ডে একটি অক্সিজেন কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে মোঃ রাসেল (৩২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবির হাট বিএনপি নেতা আসলাম চৌধুরীর মালিকানাধীন ৭ বি এসোসিয়েটেড অক্সিজেন কারখানায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহত রাসেল ঐ এলাকার বদরুজ্জামানের বাড়ির মৃত কবির আহম্মদের ছেলে। জানা গেছে, উপজেলার ভাটিয়ারী মাদামবিবিরহাট মহাসড়কের পূর্বপাশে ৭ বি এসোসিয়েটেড অক্সিজেন কারখানায় একই লাইনে ২৬ বোতল অক্সিজেন ফিলিং করার সময় মেয়াদোত্তীর্ণ একটি বোতলে বিস্ফোরণ হয়। ঘটনাস্থলে চার শ্রমিক গুরুতর আহত হয়। তবে ৪ জনের মধ্যে রাসেল নিহত হলেও বাকি আহত শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। ঘটনার কিছু সময় পর উপজেলা নির্বাহী অফিসার তারিকুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে তিনি বলেন, ‘শুনেছি কারখানাটির মালিক কারান্তরীণ বিএনপি নেতা আসলাম চৌধুরী। কারখানাটি অক্সিজেন প্লান্ট করলেও এই কারখানার বাইরে কোন সাইনবোর্ট নেই, প্রাথমিকভাবে মনে হচ্ছে সম্পূর্ণ নিয়মবহির্ভূতভাবে এই অক্সিজেন কারখানাটি গড়ে উঠেছে। সুতরাং এটি অবৈধ কারখানা। রাতের মধ্যে তদন্ত সাপেক্ষে শুক্রবার এই অবৈধ কারখানা আমরা সিলগালা করে দিব।’
×