ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় মামলা

প্রকাশিত: ০৬:০১, ১৭ আগস্ট ২০১৮

প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় মামলা

কোর্ট রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেক্টর কমান্ডার মেজর (অব) রফিকুল ইসলাম বীরউত্তমের বিরুদ্ধে ইলেক্ট্রনিক মাধ্যমে কটূক্তি করায় সাইবার ট্রাইব্যুনালে (বাংলাদেশ) মামলা হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬ (সংশোধিত-২০১৩)-এর ৫৭ ও ৬৬ ধারায় বৃহস্পতিবার মামলাটি দায়ের হয়েছে। আদালত সিসিএ আগারগাঁও বি.সি.সি. ভবন, ঢাকাকে আগামী ১৭ নবেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেন। মামলার বিবরণে জানা গেছে, শুকুর আলম শুভ নামের ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে অপমান জনক স্ট্যাটাস দেয়া হয়। এছাড়া রফিকুল ইসলাম বীরউত্তম এমপিকে উদ্দেশ্য করে লেখা হয়, ‘তিনি তো আওয়ামী লীগ করেন না, তিনি জামায়াত-শিবিরের পৃষ্ঠপোষক’। বাংলাদেশ তাঁতী লীগ কেন্দ্রীয় কমিটির ১ নং সদস্য আজিজুল হক পাটোয়ারী শুকুর আলম শুভ, হাজীগঞ্জ ও মোশারফ হোসেন, পিতা- হাফিজুর রহমান, গ্রাম আয়নাতলী, শাহরাস্তী, চাঁদপুরকে বিবাদী করে এ মামলা দায়ের করেন।
×