ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অটল বিহারী বাজপেয়ী আর নেই

প্রকাশিত: ০৫:৫৯, ১৭ আগস্ট ২০১৮

অটল বিহারী বাজপেয়ী আর নেই

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী আর নেই। রাজধানী নয়াদিল্লীর এআইআইএমএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি তিনবার ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এর আগে, সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ‘লাইফ সাপোর্টে’ ছিলেন। চিকিৎসকরা তখনই এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছিলেন, তার অবস্থা সঙ্কটজনক। নয়াদিল্লীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স (এআইআইএমএস) বুধবার রাতেই বিবৃতিতে জানিয়েছে, প্রবীণ রাজনীতিক অটল বিহারী বাজপেয়ীর স্বাস্থ্য মঙ্গলবার থেকে খারাপ হতে শুরু করে। বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হাসপাতালে গিয়ে খোঁজখবর নেয়ার কয়েক ঘণ্টা পর এআইআইএমএস বাজপেয়ীর স্বাস্থ্য সম্পর্কে ওই বিবৃতি দেয়। হাসপাতালে ভর্তি হওয়ার পর চারবার বাজপেয়ীকে দেখতে গেছেন মোদি। ভারতের দশম প্রধানমন্ত্রী বাজপেয়ী কিডনিতে সংক্রমণ, বুক ধড়ফড় ও প্রস্রাবজনিত সমস্যা নিয়ে গত ১১ জুন হাসপাতালে ভর্তি হন। নয় সপ্তাহ ধরে সেখানে তিনি চিকিৎসা নিচ্ছেন। তিন দফায় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন বাজপেয়ী। খবর বিবিসি অনলাইন ও এনডিটিভির। উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইড়ু, কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, বিজেপি প্রধান অমিত শাহ ও বর্ষীয়ান বিজেপি নেতা এল কে আদভানি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়, রেলপথমন্ত্রী পিযুষ গয়াল, বিজেপি সাংসদ মীনাক্ষী লেখি ও বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি বৃহস্পতিবার হাসপাতালে অসুস্থ বাজপেয়ীকে দেখতে যান। ১৯২৪ সালে জন্ম নেয়া বাজপেয়ী এআইআইএমএসের পরিচালক ও পালমনোলজিস্ট ড. রনদীপ গুলেরিয়ার তত্ত্বাবধানে ছিলেন। তিন দশকেরও বেশি সময় ধরে গুলেরিয়াই সাবেক এ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসকের দায়িত্ব পালন করে আসছেন। তিন দফায় ভারত সরকারের নেতৃত্ব দেন বাজপেয়ী। তিনি প্রথমে ১৯৯৬ সালে মাত্র ১৩ দিনের জন্য, এরপর ১৯৯৮ সালে ১৩ মাস ও পরে ১৯৯৯ থেকে ২০০৪ পর্যন্ত টানা প্রায় ছয় বছর ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্বপালন করেন তিনি। এই বিজেপি নেতাই এখন পর্যন্ত ভারতের জাতীয় কংগ্রেস দলের বাইরে একমাত্র ব্যক্তি যিনি প্রধানমন্ত্রিত্বের পুরো মেয়াদ শেষ করতে পেরেছেন। .রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক ॥ ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুতে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেন, অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুতে আঞ্চলিক রাজনীতিতে এক শূন্যতার সৃষ্টি হলো। এ অঞ্চলের উন্নয়নে তার অবদান জনগণ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। রাষ্ট্রপতি এ সময় তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন। খবর বাসস ও বিডিনিউজের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাকে বাংলাদেশের একজন মহান বন্ধু হিসেবে উল্লেখ করেন। বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পাঠানো এক শোক বার্তায় শেখ হাসিনা বলেন, ‘অটল বিহারী বাজপেয়ী আমাদের একজন মহান বন্ধু এবং বাংলাদেশে তিনি খুবই শ্রদ্ধা ভাজন ছিলেন।’ তিনি বলেন, ‘ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।’ প্রধানমন্ত্রী বলেন, সুশাসন এবং ভারতসহ এতদঞ্চলের সাধারণ মানুষের শান্তি ও সমৃদ্ধির ক্ষেত্রে অবদান রাখার জন্য অটল বিহারী বাজপেয়ী চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন। প্রধানমন্ত্রী বলেন, ভারতের জনগণের কল্যাণে তার নিরলস প্রচেষ্টা আগামী প্রজন্মের নেতাদের অনুপ্রাণিত করবে। ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির অর্জনে বাজপেয়ী গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেন। শেখ হাসিনা বলেন, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে অমূল্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাকে বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা প্রদান করে। আজ বাংলাদেশের সকলের জন্যও এটি একটি শোকের দিন। সরকার ও বাংলাদেশের জনগণ এবং তার নিজের পক্ষ থেকে প্রধানমন্ত্রী ভারতের সরকার ও জনগণসহ প্রয়াতের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, ‘আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।’ সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এক শোক বার্তায় বলেছেন, তার মৃত্যুতে উপমহাদেশ একজন দেশপ্রেমিক নেতা হারাল। ভারতের রাজনীতিতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা শীঘ্রই পূরণ হওয়ার নয়। বাজপেয়ীর শেষকৃত্যে যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী ॥ বাংলানিউজ জানায়, ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার দিল্লী যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। বৃহস্পতিবার নয়াদিল্লীর অল-ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সাইন্সে (এআইআইএমএস) মারা যান। তার বয়স হয়েছিল ৯৩ বছর। ভারতের দশম প্রধানমন্ত্রী বাজপেয়ী কিডনি জটিলতায় ভুগছিলেন। গত ১১ জুন এআইআইএমএস-এ ভর্তি হন। বাজপেয়ীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধনামন্ত্রী শেখ হাসিনা।
×