ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ডিসেম্বরের শেষ সপ্তাহে সংসদ নির্বাচন

প্রকাশিত: ০৫:৫৬, ১৭ আগস্ট ২০১৮

ডিসেম্বরের শেষ সপ্তাহে সংসদ নির্বাচন

স্টাফ রিপোর্টার ॥ নবেম্বরের প্রথম সপ্তাহেই একাদশ জাতীয় নির্বাচনের তফসিল হচ্ছে। ডিসেম্বরের শেষ সপ্তাহে ভোট গ্রহণের চিন্তাভাবনা করছে কমিশন। কমিশনের জাতীয় নির্বাচনের প্রস্তুতি পুরোদমে চলছে। ইতোমধ্যে ভোট গ্রহণের ৮০ ভাগ প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বাকি কাজ নির্বাচন কমিশনের বৈঠকে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন ইসি সচিব হেলালুদ্দিন আহমদ। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশন বৈঠক শেষে বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের এ কথা জানান তিনি। বলেন, জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলাদা একটি কমিশন সভা হবে। সেখানে ৩শ’ আসনের ভোটার তালিকা তৈরি হয়েছে কিনা, ভোটকেন্দ্র প্রস্তুত হয়েছে কিনা, ব্যালট পেপারের জন্য যে কাগজের প্রয়োজন তা কেনা হয়েছে কিনা, নির্বাচনের জন্য প্রয়োজনীয় অর্থ ছাড় দেয়া হয়েছে কিনা, নির্বাচনী সামগ্রী কেনার প্রস্তুতি কি রকম ইত্যাদি আলোচনা করা হবে। ইতোমধ্যে জাতীয় নির্বাচনের শতকরা ৮০ ভাগ প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে বলেন, এখন কমিশন যে নির্দেশনা দেবে তা বাস্তবায়ন করা হবে। নির্বাচন কমিশন প্রস্তুতি হিসেবে যা যা করা দরকার তার সব প্রস্তুতি গ্রহণ করেছে। কমিশন বলেছে জাতীয় নির্বাচন নিয়ে আলাদা একটি সভায় প্রস্তুতি হিসেবে আরও কী কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সামনে কী কী ব্যবস্থা গ্রহণ করা হবে সেগুলোর চেকলিস্ট তৈরি করার নির্দেশনা দিয়েছে। এছাড়াও পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণের বিষয়টিও আছে। আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি কতটুকু। নির্বাচনের কর্মকর্তা জেলা প্রশাসক, পুলিশ সুপার উপজেলা নির্বাহী অফিসার সবার অবহিতকরণসহ সব বিষয় নিয়ে আলোচনা হবে আগামী সভায়। আইন অনুযায়ী আগামী ২৮ জানুয়ারির মধ্যে একাদশ জাতীয় নির্বাচন করতে হবে। বর্তমান সরকারের মেয়াদ অক্টোবরে শেষ সপ্তাহে শেষ হচ্ছে। সংবিধান অনুযায়ী সংসদের মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে সংসদ নির্বাচন করতে হবে। বর্তমান সংসদের যাত্রা শুরু হয়েছিল ২০১৪ সালের ২৯ জানুয়ারি। সেই হিসাবে দিন গণনা শুরু হবে ৩০ অক্টোবর থেকে। ইসি সচিব জানান ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের পর ওই সংসদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় ২৯ জানুয়ারি সেই হিসেবে অক্টোবরের ৩০ তারিখ থেকে একাদশ জাতীয় নির্বাচনের কাউন্টডাউন শুরু হচ্ছে। নির্বাচন কমিশন সেভাবে প্রস্তুতি নিয়ে রেখেছে। এই হিসাব অনুযায়ী অক্টোবরের শেষে অথবা নবেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণার সব প্রস্তুতি রয়েছে। তবে এখনও নির্বাচনের তারিখের বিষয়ে আলোচনা হয়নি। ধারণা করা হচ্ছে ডিসেম্বরের শেষার্ধে অথবা জানুয়ারির প্রথম দিকে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
×