ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সেরা গোলের তালিকায় রোনাল্ডোর বাইসাইকেল কিক

প্রকাশিত: ০৬:৪৬, ১৬ আগস্ট ২০১৮

সেরা গোলের তালিকায় রোনাল্ডোর বাইসাইকেল কিক

স্পোর্টস রিপোর্টার ॥ ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার মৌসুমের সেরা গোলের পুরস্কারের জন্য সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন জুভেন্টাস তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো। চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালে সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে নিজের বর্তমান ক্লাব জুভেন্টাসের বিপক্ষে বাইসাইকেল কিকে করা গোলটির জন্য ১১ জন প্রতিযোগীর সংক্ষিপ্ত তালিকায় নাম উঠেছে পর্তুগীজ ফরোয়ার্ডের। গত ১২ মাসে হওয়া উয়েফার প্রতিটি প্রতিযোগিতা থেকে একটি করে গোল নির্বাচন করা হয়েছে। চ্যাম্পিয়ন্স লীগে রোনাল্ডো পেছনে ফেলেছেন সাবেক সতীর্থ গ্যারেথ বেলকে। প্রতিযোগিতার ফাইনালে লিভারপুলের বিপক্ষে প্রায় একই রকম বাইসাইকেল কিকে দর্শনীয় একটি গোল করেন ওয়েলস ফরোয়ার্ড। ইউরোপা লীগ থেকে মনোনয়ন পেয়েছে মার্সেইয়ের দিমিত্রি পায়েতের গোল। শেষ আটে লাইপজিগের বিপক্ষে দারুণ ড্রিবল করে গোলটি করেছিলেন ফরাসী মিডফিল্ডার। সমর্থকরা উয়েফার ওয়েবসাইটে সবগুলো গোল দেখতে ও ভোট দিতে পারবে। গত বছর এই পুরস্কার জিতেছিলেন জুভেন্টাসের ক্রোয়েশিয়ান ফরোয়ার্ড মারিও মানদুকিচ। তার আগে ২০১৫ ও ২০১৬ সালে জিতেন বার্সিলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। লজ্জার হারে সফর শেষ প্রোটিয়াদের স্পোর্টস রিপোর্টার ॥ লজ্জার হারে দীর্ঘ দেড় মাসের শ্রীলঙ্কা সফর শেষ করল দক্ষিণ আফ্রিকা। একমাত্র টি২০তে ৯৮ রানে অলআউট প্রোটিয়ারা হেরে গেছে ৩ উইকেটে। নিজেদের টি২০ ইতিহাসে এটিই তাদের সর্বনিম্ন দলীয় স্কোর। দক্ষিণ আফ্রিকার সফরের শুরুটাও হয়েছিল বিব্রতকর রেকর্ডে। গলে প্রথম টেস্টের প্রথম ইনিংসে অলআউট হয় ১২৬ রানে। যেটি শ্রীলঙ্কার মাটিতে তাদের সর্বনিম্ন স্কোর। সেখানেই শেষ নয়, পরেরদিনই রেকর্ডটা নতুন করে লেখে তারা, দ্বিতীয় ইনিংসে অলআউট হয় মাত্র ৭৩ রানে। ১৯৯১ সালে নির্বাসন থেকে ফেরার পর যা প্রোটিয়াদের সর্বনিম্ন স্কোরও। দুই টেস্টেই শ্রীলঙ্কার সামনে পাত্তাই পায়নি দক্ষিণ আফ্রিকা। হোয়াইটওয়াশ হয় ফ্যাফ ডুপ্লেসিসের দল। গলে ২৭৮ রানে হারের পর কলম্বোয় ১৯৯ রানের হার সঙ্গী করে সফরকারীরা। ওয়ানডে সিরিজে অবশ্য দারুণভাবে ঘুরে দাঁড়ায় প্রোটিয়ারা। প্রথম তিন ম্যাচ জিতেই নিশ্চিত করে ফেলে সিরিজ জয়। এর মধ্যে তৃতীয় ম্যাচে অভিষেক ওয়ানডেতে সেঞ্চুরির কীর্তি গড়েন রেজা হেনড্রিকস। তবে শেষ দুই ম্যাচেই বাজেভাবে হারে দক্ষিণ আফ্রিকা। সিরিজ জিতেও তাই ওয়ানডে র?্যাঙ্কিংয়ে তিন থেকে তারা নেমে যায় চার নম্বরে। তিন ভার্সন মিলিয়ে সফরে মোট আট ম্যাচের পাঁচটিতেই হারে প্রোটিয়ারা।
×