ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আরও দুই বছর খেলতে চান ইতো

প্রকাশিত: ০৬:৪৬, ১৬ আগস্ট ২০১৮

আরও দুই বছর খেলতে চান ইতো

স্পোর্টস রিপোর্টার ॥ ক্যামেরুনের তারকা স্ট্রাইকার স্যামুয়েল ইতো আরও দুই বছর ক্লাব ফুটবল খেলে যাওয়ার ঘোষণা দিয়েছেন। ফ্রি টান্সফার সুবিধাকে কাজে লাগিয়ে কাতার স্পোর্টস ক্লাবে যোগ দিয়ে এই কথা বলেছেন ৩৭ বছর বয়সী ইতো। ইতো এর আগে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান ও ইংলিশ ক্লাব চেলসিতেও খেলেছেন। এছাড়া দুই স্প্যানিশ পরাশক্তি রিয়াল মাদ্রিদ ও বার্সিলোনার হয়ে মাঠ মাতিয়েছেন। সম্প্রতি তিন বছরের চুক্তিতে তিনি তুরস্কের আনতালায়াসপোর ও কোনইয়াসপোরে খেলেছেন। নতুন ক্লাবের পক্ষ থেকে টুইটারে ইতোর দলভুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে ইতো জানিয়েছিলেন তিনি ফ্রান্সের হয়ে তার ক্যারিয়ার শেষ করতে চান। ক্যামেরুনের সাবেক জাতীয় দলের খেলোয়াড় বলেন, আমি শুধু ফুটবল খেলা চালিয়ে যেতে চাই। আরও দুই মৌসুম আমি খেলতে চাই। এরপর ক্যারিয়ার শেষ করে নতুন জীবন শুরু করব। আমি জানি কিভাবে গোল করতে হয়। ইতো আরও বলেন, পুরো ক্যারিয়ারে আমি এটাই শিখেছি ও এটাই চালিয়ে যেতে চাই। যদিও এই কাজটি একজন ডিফেন্ডারের জন্য কঠিন। আমার বয়স যখন ২০ ছিল তখনও আমি এত দ্রুতগতিতে দৌড়াতে পারিনি। কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে আমি আরও বেশি পরিণত ও অভিজ্ঞ হয়েছি। ক্যামেরুনের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোল করেছেন ইতো। ১৯৯৭ থেকে ২০১৪ সাল পর্যন্ত দেশের হয়ে ১১৮ ম্যাচে করেছেন ৫৬ গোল। এছাড়া ক্যারিয়ারে তিনটি উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ, দুইবারের আফ্রিকান নেশন্স কাপ ও চারবারের আফ্রিকান বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন।
×