ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টিভিতে নয় ফেসবুকে দেখা যাবে লা লিগা

প্রকাশিত: ০৬:৪৬, ১৬ আগস্ট ২০১৮

টিভিতে নয় ফেসবুকে দেখা যাবে লা লিগা

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ, ভারতসহ দক্ষিণ এশিয়ার সব দেশেই তুমুল জনপ্রিয় স্প্যানিশ লীগ। বিশেষ করে লা লিগার দুই জায়ান্ট বার্সিলোনা-রিয়াল মাদ্রিদের ম্যাচ দেখার জন্য উন্মুখ হয়ে থাকে এই অঞ্চলের ফুটবলপ্রেমীরা। তবে এবার আর টেলিভিশনে লা লিগা দেখার সুযোগ পাবে না বাংলাদেশসহ ভারতীয় উপমহাদেশের আট দেশের ফুটবলভক্তরা। তবে সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুকে দেখা যাবে লা লিগার ম্যাচগুলো। আসন্ন ২০১৮-১৯ মৌসুম থেকে লিওনেল মেসি, গ্যারেথ বেলদের খেলা সরাসরি ফেসবুকে দেখতে পারবেন এ অঞ্চলের দর্শকরা। আগামী তিন মৌসুমের জন্য ভারতীয় উপমহাদেশের আটটি দেশে লা লিগার সম্প্রচার স্বত্ব কিনে নিয়েছে ফেসবুক। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভুটান, নেপাল, মালদ্বীপ ও আফগানিস্তানের দর্শকরা আগামী শুক্রবার শুরু হতে যাওয়া লা লিগার নতুন মৌসুমের ৩৮০টি ম্যাচের সবগুলো সরাসরি ফেসবুকে দেখতে পারবেন। এ জন্য ব্যবহারকারীদের কাছ থেকে কোন অর্থ নেবে না ফেসবুক। মঙ্গলবার খবরটা নিশ্চিত করেছেন লা লিগার সভাপতি জাভিয়ের তেবাস। তিনি বলেন, ‘আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ফেসবুকের সঙ্গে অংশীদারিত্বেরভিত্তিতে ভারতীয় উপমহাদেশের সব দর্শকের কাছে এবার পৌঁছে যাবে লা লিগা। গুরুত্বপূর্ণ এ অঞ্চলে লা লিগার সব ম্যাচ বিনামূল্যে সম্প্রচার করা হবে।’ মেসি-বেলদের খেলা দেখার সুযোগ মিললেও মুদ্রার উল্টো পিঠের ছবিটা মোটেও আশাজাগানিয়া নয়। টিভির বড়পর্দায় খেলা দেখার সুযোগ যে আর থাকছে না! গত মৌসুম পর্যন্ত উপমহাদেশে লা লিগার সম্প্রচার স্বত্ব ছিল সনি পিকচার্স নেটওয়ার্কের। এবার তারা সম্প্রচার স্বত্ব পায়নি। ফলে সনি টেনের কোন চ্যানেলে লা লিগার খেলা দেখা যাবে না। এখন পর্যন্ত এ অঞ্চলের কোন চ্যানেলই নতুন মৌসুমের জন্য লা লিগার টিভি স্বত্ব পায়নি। ফলে ফেসবুক ছাড়া স্প্যানিশ লীগ দেখার বিকল্প কোন পথ থাকছে না। সমস্যা হলো বাংলাদেশের সব মানুষের কাছে ইন্টারনেট সেবা এখনও পৌঁছায়নি। যারা স্মার্টফোন ব্যবহার করেন না বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আগ্রহী নন, তাদের লা লিগা অনুসরণের কোন সুযোগই থাকছে না।
×