ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এবার তারকাহীন বিপিএল?

প্রকাশিত: ০৬:৪৪, ১৬ আগস্ট ২০১৮

এবার তারকাহীন বিপিএল?

মিথুন আশরাফ ॥ বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল টি২০) ষষ্ঠ আসর হওয়ার কথা ছিল এ বছর অক্টোবরে। কিন্তু দেশের জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিপিএলের সূচী পরিবর্তন হয়েছে। বিপিএল আগামী বছর ৫ জানুয়ারি শুরু হবে। শেষ হবে ৮ ফেব্রুয়ারি। সময়টা এমন হয়েছে, প্রায় সব দলই সেই সময় খেলা নিয়ে ব্যস্ত থাকবে। আর তাই দেশের বাইরের জাতীয় দলের তারকা ক্রিকেটারদের বিপিএলে নাও দেখা যেতে পারে। প্রশ্নও উঠছে, তাহলে কী তারকাহীন বিপিএলই হবে এবার? যতদূর জানা গেছে, এবারও বিপিএলে সাত দল খেলবে। গত আসরের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স, রানার্সআপ ঢাকা ডায়নামাইটস, কোয়ালিফায়ার ম্যাচ খেলা কুমিল্লা ভিক্টোরিয়ান্স, এলিমিনেটর ম্যাচ খেলা খুলনা টাইটান্স, প্রথম চার দলের মধ্যে স্থান করতে না পারা সিলেট সিক্সার্স, রাজশাহী কিংস ও চিটাগং ভাইকিংস খেলবে। টি২০’র ফেরিওয়ালা বনে যাওয়া সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, মুশফিকুর রহীম, মাহমুদুল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমানদের মতো তারকা ক্রিকেটাররাতো থাকছেনই। তারা সবাই দেশের তারকা ক্রিকেটার। কিন্তু বিদেশী তারকা ক্রিকেটারদের কী মিলবে এবার? একেতো দলগুলোর জাতীয় দলের খেলা রয়েছে। আবার একই সময়ে চলবে অস্ট্রেলিয়ার টি২০ লীগ বিগব্যাশ। যা ১৯ ডিসেম্বর শুরু হয়ে শেষ হবে ১৭ ফেব্রুয়ারি। এ লীগে তারকা ক্রিকেটাররা অংশ নিয়ে থাকেন। নিউজিল্যান্ডের টি২০ লীগও ডিসেম্বরে শুরু হয়। জানুয়ারির মাঝামাঝি সময়ে শেষ হয়। নিউজিল্যান্ডের লীগের চেয়ে বিগব্যাশ নিয়েই বেশি ভাবনা থাকছে। এ লীগকে যে ক্রিকেটাররা বেশি প্রাধান্য দেন। বিপিএলে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও শ্রীলঙ্কার তারকা ক্রিকেটাররাই বেশি খেলেন। আফগানিস্তানের ক্রিকেটারদের আধিক্যও থাকে। এই চার দলেরই হিসেব টানা হোক। ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটারদের মধ্যে ক্রিস গেইল, স্যামুয়েল বাদরি, এভিন লুইস, রোভমেন পাওয়েল, কাইরন পোলার্ড, সুনীল নারাইন, মারলন স্যামুয়েলস, ড্যারেন ব্রাভো, ডোয়াইন ব্রাভো, কার্লোস ব্রাথওয়েট, লেন্ডল সিমন্স, ড্যারেন সামি, কেসরিক উইলিয়ামস, রায়াদ এমরিটরা বিপিএলে খেলেন। তাদের কারণে বিপিএলও জমে। কিন্তু বাংলাদেশের বিপক্ষে ডিসেম্বরে সিরিজ শেষ হতেই জানুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। যেখানে তিন টেস্ট, পাঁচ ওয়ানডে ও তিন টি২০ রয়েছে। বেশিরভাগ ক্রিকেটারই বিপিএলে খেলতে পারবেন না। তবে ওয়ানডে ও টি২০ যারা খেলেন তাদের সুযোগ থাকছে। ইংল্যান্ডের বিপক্ষে শুরুতেই যে টেস্ট সিরিজ থাকছে। আবার যারা জাতীয় দলের বাইরে থাকবেন তারাও খেলতে পারবেন। তবে বেশিরভাগ ওয়েস্ট ইন্ডিজ তারকা ক্রিকেটারদের শেষ পর্যন্ত বিপিএলে পুরো সময় নাও দেখা যেতে পারে। পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে শহীদ আফ্রিদি, মিসবাহ উল হক খেলতে পারবেন। বাকিদের মধ্যে মোহাম্মদ আমির, ফখর জামান, শোয়েব মালিক, ফাহিম আশরাফ, হাসান আলী, ইমরান খান জুনিয়র, জুনায়েদ খান, মোহাম্মদ ইরফান, বাবর আজম, সোহেল তানভির, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ সামিদের মধ্যে জাতীয় দলের ক্রিকেটাররা খেলতে পারবেন না। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই সময় সিরিজ থাকবে পাকিস্তানের। শ্রীলঙ্কার তারকা ক্রিকেটারদের মধ্যে থিসারা পেরেরা, কুশল পেরেরা, লাসিথ মালিঙ্গা, কুমার সাঙ্গাকারা, সেকুগে প্রসন্ন, শিহান জয়সুরিয়া, আকিলা ধনঞ্জয়া, উপুল থারাঙ্গা, চাতুরাঙ্গা ডি সিলভা, ধানশকা গুনাথিলাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দিলশান মুনাবিরা, জীবন মেন্ডিস, এ্যাঞ্জলো ম্যাথুসরা বিপিএলে খেলেন। কিন্তু এদের মধ্যে যারা জাতীয় দলে খেলবেন তাদের বিপিএলে খেলার সুযোগ খুব কম থাকছে। শুরু থেকে ২০ জানুয়ারি পর্যন্ত খেলার সুযোগ পাবেন। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলতে হবে। বিপিএলে আফগানিস্তানের রশিদ খান, সামিউল্লাহ শেনওয়ারি, মুজিব জাদরান, নজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবীরা খেলেন। এ ক্রিকেটাররা বিপিএলে খেলতে পারবেন। তবে রশিদ খানকে নিয়ে ঝামেলা হতে পারে। রশিদ খানকে যে বিগব্যাশের দল এ্যাডিলেড স্ট্রাইকার্স আবার চায়। শেষ পর্যন্ত রশিদ না খেললে বিপিএলের আলো স্বাভাবিকভাবেই কমবে। ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, আফগানিস্তানের বাইরে ইংল্যান্ডের রবি বোপারা, জো ডেনলি, বেনি হোওয়েল, রস হোয়াইটলি, টিম ব্রেসনান, লুক রাইট, সামিত পাটেল, লিয়াম ডওসন, লুইস রিচ, ক্রিস জর্ডানদের পাওয়া যেতে পারে। তারা যে জাতীয় দলে নেই। তবে লিয়াম প্লানকেট, জস বাটলার, ডেভিড উইলিদের পাওয়া কঠিন হতে পারে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে সিরিজ রয়েছে ইংল্যান্ডের। নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালামতো খেলতে পারবেনই। মাইকেল ক্লিনজার, জেমস ফ্রাঙ্কলিন, লুক রনকিও খেলতে পারবেন। তবে জাতীয় দলের কোন ক্রিকেটার পাওয়া কঠিন হবে। যেটি বরাবরই মিলে না। ভারতের বিপক্ষে বিপিএল চলার সময় নিউজিল্যান্ডের সিরিজ থাকায় তা আরও সম্ভব নয়। দক্ষিণ আফ্রিকার ক্যামেরন ডেলপোর্ট, রিলি রুশো, কাইল এ্যাবোট, স্টিয়ান ভেন জিলরা হয়তো এবারও থাকবেন। কিন্তু জাতীয় দলের কাউকেই মিলবে না। জিম্বাবুইয়ের গ্রায়েম ক্রেমার, সোলোমন মিরে, সিকান্দার রাজা, ব্রেন্ডন টেইলর, হ্যামিল্টন মাসাকাদজা, চামু চিভাবা, ক্রেইগ এরভিন, ম্যালকম ওয়ালার, এলটন চিগুম্বুরা, পিটার মুর, কাইল জার্ভিস, টেন্ডাই চাতারা, ক্রিস্টোফার এমপফুরা ঠিকই পুরো বিপিএলই খেলতে পারবেন। নিজ দেশ, আফগানিস্তান ও জিম্বাবুইয়ের ক্রিকেটারদের ওপরই এবার বেশি নির্ভর হয়ে পড়বে বিপিএল। বাকি দেশগুলোর যে সিরিজ রয়েছে। অন্য দলের তারকা ক্রিকেটাররা খেললেও পুরো বিপিএল খেলতে পারবেন না। এবার চার বিদেশীর বেশি খেলাতে পারবে না দলগুলো, সেই নিয়ম থাকতে পারে আবার। আর তাতে করে স্বাভাবিকভাবেই তারকাহীন বিপিএলই এবার দেখা যেতে পারে।
×