ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তবু হাল ছাড়ছেন না কোহলি

প্রকাশিত: ০৬:৪৩, ১৬ আগস্ট ২০১৮

তবু হাল ছাড়ছেন না কোহলি

স্পোর্টস রিপোর্টার ॥ লর্ডসে বিধ্বস্ত হওয়ার পর বিরাট কোহলি বলেছিলেন, সম্প্রতি ভারতকে এতটা দিশেহারা তিনি আর দেখেননি। এজবাস্টনে তার বিরোচিত দুটি ইনিংসের কল্যাণেই ফাইট করতে পেরেছিল সফরকারীরা। কিন্তু লর্ডসে ইংল্যান্ডের কাছে হার ইনিংস ও ১৫৯ রানের ব্যবধানে। যা ‘অধিনায়ক’ কোহলির জন্য প্রথম ইনিংস হারের তেতো স্বাদ। পাঁচ ম্যাচের সিরিজে ২-০তে পিছিয়ে এখন সত্যি দেয়ালে পিঠ ঠেকে গেছে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দলটির। এই পরিস্থিতিতে ভক্তদের উদ্দেশে কোহলি তার ফেসবুকে পেইজে লিখেছেন, ‘কখনও আমরা জিতি এবং অন্য সময় আমরা শিখি। আমাদের ওপর ভরসা হারাবেন না এবং কথা দিচ্ছি, আমরা কখনও হাল ছাড়ব না। এগিয়ে যাব এবং উঠে আসব।’ শনিবার ট্রেন্ট ব্রিজে শুরু ভারতের সিরিজ বাঁচিয়ে রাখার কঠিন লড়াই। এজবাস্টনে ৩১ রানের পর দ্বিতীয় টেস্টে লর্ডসে ইনিংস ও ১৫৯ রানের হারের লজ্জায় ডোবে ভারত। দ্বিতীয় টেস্টে প্রথমদিন বৃষ্টির বাধায় খেলা হয়নি। তবু চারদিনেই শেষ হয়ে যায় ম্যাচ। আর সেটি ঘটে ভারতের ব্যাটিং ব্যর্থতার জন্য। সফরের এ পর্যন্ত সবচেয়ে ব্যর্থ ভারতের বিখ্যাত ব্যাটিং লাইনআপ। কোহলি ছাড়া টপঅর্ডারের কেউ বলার মতো রান পাননি। প্রথম টেস্টে অবিশ্বাস্য ইনিংস খেলে টেস্ট ব্যাটসম্যানদের তালিকার শীর্ষ উঠেছিলেন কোহলি। কিন্তু দ্বিতীয় টেস্টে ব্যর্থ হয়ে সেই শীর্ষস্থান থেকে পতন ঘটে তার। সবমিলিয়ে ভীষণ কোণঠাসা অবস্থায় আছে ভারতীয় দল। বিরাট কোহলির নেতৃত্ব বদলে যাওয়া ভারত বহুদিন এমন পরিস্থিতিতে পড়েনি। ইংল্যান্ডে যেভাবে নাস্তনাবুদ হয়েছে তারা তা দেখা যেতো নব্বইয়ের দশকে। কিন্তু কোহলির নেতৃত্বে ভারত হয়ে উঠেছিল অপ্রতিরোধ্য। টেস্ট ক্রিকেটের বর্তমান শীর্ষ দলও তারা। সেই তারাই ইংল্যান্ডে এসে নিদারুণ বিপর্যস্ত। কথা উঠেছে ভারতীয় দলের সামর্থ্য নিয়ে। তবে এই বিপর্যয়ের মধ্যেও হাল ছাড়তে রাজি নন ভারত অধিনায়ক। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে সমর্থকদের উদ্দেশে একবার্তায় তিনি জানিয়েছেন, হাল ছাড়বেন না তিনি। এবার ইংল্যান্ডে উড়ে যাওয়ার আগে দেশে এক সংবাদ সম্মেলনে দলের লক্ষ্য হিসেবে বিরাট কোহলি বলেছিলেন, ‘কফি উপভোগ করা আর ঘুরে টুরে বেড়ানো!’ রসিকতার ছলে বলা সেই কথাটাই হজম করতে হচ্ছে ভারতকে। এবার ভারতীয় ক্রিকেট দল যে টেস্টের জন্য যথেষ্ট অনুশীলনই করেনি। প্রশ্নটার জবাব হাল্কা মেজাজে দিয়েছিলেন বিরাট কোহলি। তখন কি আর জানতেন, স্রেফ মজা করে বলা কথাটা এত সিরিয়াস রূপ নেবে! সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক সন্দীপ পাতিল বলেছেন, ‘প্রথম দুই টেস্টে ভারতের খেলা দেখার পর মনে হচ্ছে, অধিনায়কের কথাটা ওরা বেশ সিরিয়াসলি নিয়েছিল। ইংলিশ কন্ডিশনে ওরা আক্ষরিক অর্থেই স্রেফ কফি উপভোগ করছে। জানি কেউ সমালোচনা পছন্দ করে না। কিন্তু কোন দল যখন এতটা বাজে খেলে, তাদের বাস্তবতা, সত্যি আর সমালোচনার জন্যও প্রস্তুত থাকা উচিত।’ তিনি আরও যোগ করেন, ‘ইংল্যান্ডের কফি পেয়েই ওরা খুশি। সত্যি বলতে কি, ইংল্যান্ড সফর করেছে এমন বিখ্যাত সব ভারতীয় অধিনায়কদের যখন দেখি, অজিত ওয়াদেকার, সুনীল গাভাস্কার, শচীন টেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলী আর আজহারউদ্দীন; ওদের কেউ কখনও এমন গুরুত্বপূর্ণ সফরের আগে এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেনি।’
×