ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সম্প্রতি শোবিজ অঙ্গনের আলোচিত সব বিষয় নিয়ে লিখেছেন- রিফাত কান্তি সেন

আলোচিত খবর

প্রকাশিত: ০৬:৩১, ১৬ আগস্ট ২০১৮

আলোচিত খবর

এবার বন্ড চরিত্রে ইদ্রিস এলবা! হলিউডের ‘জেমস বন্ড’ সিরিজের সিনেমা মানেই বিশ্বজুড়ে অন্যরকম উন্মাদনা। দীর্ঘ সময় ধরে বন্ড সিরিজের ২৪টি চলচ্চিত্র ইতমধ্যে মুক্তি পেয়েছে। ভক্তদের জন্য চমকপ্রদ খবর হলো বন্ড চরিত্রটিতে এবার বৈচিত্র্য আনা হচ্ছে। এবার চরিত্রটিতে দেখা যাবে ইদ্রিস এলবাকে! ‘লুথার’ ছবির এ জনপ্রিয় অভিনেতাকে আগামি দিনের বন্ড হিসেবে দেখতে পাবে তার ভক্তরা। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ‘দ্য ডেইলি স্টার’-এর এক প্রতিবেদকের বরাত দিয়ে সিএনএন জানায়, ইদ্রিসই হতে পারেন ২৫তম জেমস বন্ড সিরিজের অভিনেতা। পরিচালক এ্যান্টনি ফুকুয়া বলেছেন, প্রযোজক বারা বার ব্রুকলি মনে করেন, চরিত্রটিতে বৈচিত্র্য আনতে ইদ্রিস এলবাকে চমক হিসেবে যোগ করা। অবশ্য ২০১৫ সালে সাবেক বন্ড তারকা পিয়ার্স ব্রসন্যান বলেন, ইদ্রিস এলবা বন্ড হিসেবে ভাল করবেন। এছাড়া ২০১৪ সালে সিএনএনকে দেয়া এক সাক্ষাতকারে ইদ্রিস এলাবা বলেন বন্ড চরিত্রে কাজ করতে পারলে তার ভাল লাগবে। তাদের সম্পত্তি হাজার কোটি ছাড়িয়েছে! একজন বলিউডের সুপারস্টার অনুষ্কা শর্মা। আরেকজন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। বিনোদন দুনিয়ায় ভীষণভাবে আলোচিত এই তারকা দম্পতি। দুজনেরই নাম, ডাক, যশ, খ্যাতি কিছুরই অভাব নেই। আর্থিকভাবেও সফল তারা। গুঞ্জন শোনা যাচ্ছে তাদের দুজনের মিলিত সম্পত্তির পরিমাণ নাকি হাজার কোটি টাকার ওপর ছাড়িয়েছে। তবে বিষয়টি নিয়ে দুজনের একজনও মুখ খোলেননি। নিজেদের পেশায় দুজনেই সফল। বিরাট এখন পর্যন্ত ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকলেও অনুষ্কা কিন্তু শুধু চলচ্চিত্রে অভিনয়ে সীমাবদ্ধ নয়। খুলেছেন নিজের প্রযোজনা সংস্থা। ইতোমধ্যে বেশ কিছু ছবির ও প্রযোজনা করেছেন তিনি। ব্যবসা আরও বাড়ানোর ব্যাপারেও তাঁর ভবিষ্যত পরিকল্পনা রয়েছে। ইন্ডাস্ট্রির সদস্যরা মনে করছেন তাঁদের দুজনের সম্পত্তির পরিমাণ এক হাজার কোটি টাকা ছাড়িয়েছে। ঢাকায় ইরানী ছবির শূটিং ইরান দেশের অভিনেতা, অভিনেত্রী ও পরিচালককে ঢাকার বিভিন্ন রাস্তায় চষে বেড়াতে দেখা যাচ্ছে। ইরানী চলচ্চিত্র শাবিকে ম’হ ক’মেল শোদ নামের একটি ছবির শূটিং করতে গত শনিবার ঢাকায় এসেছেন ইরানের ২২ সদস্যের একটি শূটিং দল। জানাজায়, ইরানের জনপ্রিয় নারী চলচ্চিত্র নির্মাতা নার্গিস অবইয়ার ২২ সদস্যের এ দলটি নিয়ে এখন ঢাকায় অবস্থান করছেন। ঢাকার অলিগলি চষে বেড়াচ্ছেন তারা। শূটিং দলটিতে ইরানের বর্তমান সময়ের জনপ্রিয় অভিনয় শিল্পীরা রয়েছেন। লাল একটি গাড়ি নিয়ে তারা ঢাকার ধানম-ি লেকের পাড়, কাওরানবাজারের গলি আবার কখনও নাকি তাদের দেখা যাচ্ছে মাওয়া ঘাটেও। ছবিটিতে নায়কের ভূমিকায় থাকবেন হুতান শাকিবি। অভিনেত্রী হিসেবে রয়েছেন ইরানের জনপ্রিয় নায়িকা এলনাজ শাকেরদুস্ত। এলনাজ শাকেরদুস্ত ঢাকায় এসে নাকি আমড়ার প্রেমে পড়েছেন। শূটিং করতে আসা শিল্পীরা প্রতিদিনই তাদের ঢাকার কার্যক্রমগুলোর ছবি ইনস্ট্রাগ্রামে পোস্ট করেন। নার্গিস অবইয়ার বলেন, ঢাকায় আসার পর ঢাকার মানুষের আতিথেয়তা দেখে আমরা বেশ খুশি। একদিনে ঢাকা অলিগলি চষে বেড়ালেও কোথাও কোন অপ্রীতিকর পরিস্থিতির শিকার হইনি। শহরের প্রতিটি জায়গাতেই কাজ করার অনুকূল পরিবেশ পেয়েছি।’ বিদ্যা বালান হচ্ছেন ইন্দিরা! ভারতের রাজনীতিতে জনপ্রিয় এক মুখ ইন্দিরা গান্ধী। ভারতের সাবেক এ প্রধানমন্ত্রীকে অবলম্বন করে নির্মিত হবে ওয়েব সিরিজ। সাগরিকা ঘোষ ইন্দিরা গান্ধীকে নিয়ে বই লিখেন। ইন্ডিয়াস মোস্ট পাওয়ারফুল প্রাইম মিনিস্টার অবলম্বনে তৈরি হবে একটি ওয়েব সিরিজ। সেই ছবিতে ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখা যাবে বিদ্যা বালানকে, এমনটাই ভারতীয় সংবাদ মাধ্যমকে জানান বিদ্যা। প্রথম কথা ছিল এটি হবে চলচ্চিত্র কিন্তু পরে বিদ্যা জানান এটি হতে যাচ্ছে একটি ওয়েব সিরিজ। তিনি বলেন, ‘একটি ছবি তৈরি করার জন্য যা যা উপাদান থাকা দরকার তার চেয়ে বেশি উপাদান আছে এ বইটিতে।’ ওয়েব সিরিজটি প্রযোজনা করেছেন রনি স্ক্র্ওুয়ালা। যদি ছবির শূটিং কবে থেকে শুরু হবে সে দিনক্ষণ এখনও ঠিক হয়নি। বিদ্যা বালানের শেষ ছবি ছিল ‘তুমহারি সুলু’। ছবিটি বক্স অফিসে তেমন সাড়া জাগাতে না পারলে ও বিদ্যা বালানের অভিনয়ে বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি। ভেঙ্গে যাচ্ছে লিনকিন পার্ক! লিনকিন পার্কের অন্যতম ভোকাল মাইক শিনোডা। লিনকিন পার্ককে জনপ্রিয় করে তুলতে তার অবদান ছিল চোখে পড়ার মতো। নব্বইয়ের দশকের অন্যতম সেরা ব্যান্ড দল লিনকিন পার্ক। গুঞ্জন শোনা যাচ্ছে যে এবার দল নয় একাই কনসার্ট করতে যাচ্ছেন মাইক শিনোডা। সম্প্রতি উত্তর আমেরিকায় সঙ্গীত সফরের ঘোষণা দিয়েছেন মাইক শিনোডা। ১০ ও ১১ অক্টোবর টরন্টো শহরে গাইবেন তিনি। নিজের ব্যক্তিগত ওয়েবসাইট এবং বিভিন্ন প্ল্যাটফর্মে আগাম টিকিট ও বিক্রির খবর জানিয়েছেন রোলিং স্টোন। রোলিং স্টোন এর জানানো হয়, এ কনসার্টে মাইক তার প্রথম একক লং প্লে ‘পোস্ট ট্রমাটিক’- এর গানগুলো শোনাবেন। এ নিয়ে ভক্তদের মাঝে বিরাজ করছে নতুন এক আনন্দ পাওয়ার ক্ষণ। খুব দ্রুতই তিনি পৃথিবীর বিভিন্ন প্রান্তে তার গানগুলো নিয়ে ছুটবেন। অনেকেই বলাবলি করছেন, বন্ধু ও দলনেতাকে হারানোর বিভীষিকা থেকেই ‘পোস্ট ট্রমটিক’ এলপি। গত বছররের ২০ জুলাই লিনকিন পার্ক দলের প্রধান ভোকাল চেষ্টার বেনিংটন আত্মহত্যা করেন। আর সে থেকেই নীরব অভিমান কাজ করছে মাইক শিনোডা এর হৃদয়ে।
×