ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অনন্য রেজা করিম

নাগিনকন্যা মৌনি রায় এবার বড় পর্দায়

প্রকাশিত: ০৬:৩০, ১৬ আগস্ট ২০১৮

নাগিনকন্যা মৌনি রায় এবার বড় পর্দায়

তাকে সবাই ‘নাগিন কন্যা’ হিসেবেই চেনে। ঘরে ঘরে তার ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা। ছোট পর্দায় ‘নাগিন’ সিরিয়ালে একটানা অভিনয়ের সুবাদে মৌনি রায় অর্জন করেছেন এই পরিচিতি ও জনপ্রিয়তা। নিজের অভিনীত চরিত্রটির মাঝে নিজেকে বিলীন করে দিয়েছিলেন তিনি। শুধুমাত্র নাগিন সিরিয়ালেই নয় ছোট পর্দায় তাকে দেখা গেছে আরও কয়েকটি হিন্দী সিরিয়ালে। প্রতিটিতেই চমৎকার অভিনয়ের স্বাক্ষর রেখেছেন। এ ছাড়া কয়েকটি রিয়েলিটি শোতেও নিজের দক্ষতা ও যোগ্যতার প্রমাণ দিয়ে সবার মন জয় করে নিয়েছেন মৌনি রায়। তাকে ছোট পর্দায় সাড়া জাগানো প্রিয়মুখ ভাবা যায় অনায়সেই। মৌনি নিজেকে ছোট পর্দায় গ-িবদ্ধ করে রাখেননি। ছোট পর্দা থেকে বড় পর্দায় নায়িকা হিসেবে আত্মপ্রকাশ বলিউডে নতুন কোন ব্যাপারে নয়। হিন্দী টিভি সিরিয়ালে ঝড় তোলা অনেক জনপ্রিয় অভিনেতা- অভিনেত্রী বলিউডে পা রেখে সফল তারকার পর্যায়ে পৌঁছেছেন তেমন নজির রয়েছে বহু। তাদের দলে নতুন সংযোজন মৌনি রায়। ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে মুক্তি প্রতীক্ষিত ‘গোল্ড’ ছবিতে তাকে প্রথমবারের মতো নায়িকা চরিত্রে দেখা যাবে। এ ছবিতে বলিউডের সুপারস্টার অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করেছেন মৌনি। ১৯৪৭-এ ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভের পর ১৯৪৮ সালে আন্তর্জাতিক হকি টুর্নামেন্টে ব্রিটিশ টিমের বিরুদ্ধে খেলতে নেমে বিস্ময়কর জয়লাভ করেছিল ভারত। গৌরবময় ঐতিহাসিক বিজয়ের ঘটনাবলী নিয়ে আবর্তিত ‘গোল্ড’ ছবিতে অক্ষয় কুমারের নায়িকা হওয়ার সুযোগ লাভ মৌনির জন্য বড় একটি অর্জন। বড় পর্দায় এর আগে মাত্র কয়েকবার তাকে দেখা গেছে বেশ কিছু সিনেমায় খুবই ছোটখাটো রোলে। যা কোনভাবেই দর্শকের নজর কাড়ার মতো ছিল না। তবে ছোট পর্দায় মৌনির বিচরণ ছিল দারুণ উজ্জ্বল। কিউ কি সাশ ভি কাভি বহু থি সিরিয়ালে কৃষ্ণা তুলসী চরিত্রে অভিনয়ের সুবাদে প্রথম দর্শকদের নজর কাড়েন তিনি। এরপর দেবও কী দেবÑ মহাদেব সিরিয়ালে সতী চরিত্রে অভিনয়ের মাধ্যমে সবাই আরও কাছাকাছি চলে আসেন। মৌনি অভিনীত আরও একটি আলোচিত টিভি সিরিয়াল জুনুন অ্যায় সি, নফরাত তো ক্যায়সা ইশক।’ কালারস চ্যানেলের সুপারহিট ফ্যান্টাসি সিরিয়াল ‘নাগিন’-এ কেন্দ্রীয় চরিত্রে তার দুর্দান্ত অভিনয় ঘরে ঘরে আরও বেশি জনপ্রিয় করে তোলে মৌনি রায়কে। সুন্দরী মোহনীয়া গ্ল্যামারাস অভিনেত্রী হিসেবে ছোট পর্দায় তার ব্যাপক জনপ্রিয়তায় ভিন্নমাত্রা যুক্ত করে ড্যান্স রিয়েলিটি শো ‘ঝলক দিখা জা’ এখানে একজন দক্ষ নৃত্যপটিয়সী প্রতিযোগী হিসেবে তার পারফরমেন্স সবাইকে মুগ্ধ করে। বলা বাহুল্য, মৌনি একজন তালিম নেয়া কত্থক নৃত্যশিল্পী। দীর্ঘদিন ধরে ওস্তাদের কাছে তালিম নিয়েছেন তিনি। ৩২ বছর বয়সী এই অভিনেত্রীর জন্ম ভরতের কুচবিহারে। বাঙালী পরিবারে জন্মগ্রহণকারী মৌনির দাদা একজন বিখ্যাত যাত্রাপালার অভিনেতা ছিলেন। মৌনির মাও নাটকে অভিনয় করতেন। তার বাবা ছিলেন কুচবিহার জেলা পরিষদের অফিস সুপারিনটেনডেন্ট। স্কুল জীবন কেটেছে কুচবিহারেই। গ্র্যাজুয়েশন করতে যান দিল্লীর জামিয়া মিলিয়া ইসলামিয়াতে অভিভাবকদের ইচ্ছায়। কিন্তু মাঝপথে পড়াশোনা ছেড়ে মুম্বাই পাড়ি জমান মৌলি সিনেমায় ভাগ্য পরীক্ষার করতে যান। মাঝপথে পড়াশোনা ছেড়ে মুম্বাই পাড়ি জমান মৌনি সিনেমায় ভাগ্য পরীক্ষার উদ্দেশ্যে। মাস কমিউনিকেশন বিষয়ে পড়াশোনা করছিলেন মৌনি। মাঝপথে পড়াশোনা বাদ দিয়ে শোবিজে নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন পূরণে অনেকটা মরিয়া হয়ে উঠেছিলেন এই তরুণী। বড় পর্দায় চেষ্টা করে তেমন ভাল সুযোগ না পেয়ে টিভি পর্দায় নিজেকে প্রতিষ্ঠিত করার লড়াইয়ে বিজয়িনী মৌনি এখন বলিউডে। সিনেমায় তার নায়িকারূপে অভিষেক হচ্ছে উল্লেখযোগ্য একটি প্রজেক্টের মাধ্যমে। পিরিয়ড স্পোর্টস ড্রামা ধাঁচের ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। চল্লিশ দশকের পটভূমিকায় সাজানো চিত্রনাট্যে মৌনির চরিত্রটি কম গুরুত্বপূর্ণ নয়। মনোবীনা দাশ নামের চরিত্রটিকে বিশ্বাসযোগ্য করে তুলতে তার চেষ্টার কমতি ছিল না। ইতোমধ্যে গোল্ড ছবির প্রমো এবং গানের দৃশ্যগুলোতে অক্ষয় কুমারের পাশে মৌনির উজ্জ্বল উপস্থিতি সবার বিশেষ মনোযোগ আকর্ষণ করেছে। ধারণা করা যায়, নায়িকা হিসেবে রুপালি পর্দায় তার আত্মপ্রকাশ দর্শকচিত্তে দারুণভাবে দোলা দেবে। প্রথম অভিনীত সিনেমাটি মুক্তির আগেই বেশকিছু নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। এর মধ্যে অয়ন মুখার্জি পরিচালিত করণ জোহর প্রযোজিত সুপার হিরো মুভি ‘ব্রহ্মাস্ত্র’ এ রণবীর কাপুর, আলিয়া ভাট, অমিতাভ বচ্চনের সঙ্গে তাকে দেখা যাবে। এ ছবিটি আগামী বছর মুক্তি পাবে। এ ছাড়া ‘র-রোমিও আকবর ওয়াল্টার’ ছবিতে জন আব্রাহামের বিপরীতে অভিনয় করছেন মৌনি রায়। নির্মাণধীন ‘মেড ইন চায়না’ ছবিতে রাজকুমার রাওয়ের সঙ্গে কাজ করছেন নাগিন কন্যা। এর বাইরে মৌনি রায় ওয়েব সিরিজ ‘মেহেরুন্নিসা’য় অভিনয়ের মাধ্যমে ডিজিটাল বিনোদন ভুবনে পদচারণা শুরু করতে যাচ্ছেন। সব মিলিয়ে বলিউডে মৌনি রায়ের আগামী দিনগুলো বেশ সম্ভাবনাময় মনে হচ্ছে। ছোট পর্দায় নিজের যোগ্যতা প্রমাণ করেছেন তিনি বেশ উজ্জ্বলভাবেই, যার সুবাদে ঘরে ঘরে তার বিপুল জনপ্রিয়তা এবং পরিচিতি ছড়িয়ে আছে। এটা বড় পর্দায় মৌনির পথচলাকে অনেক সুর্গম করবে সন্দেহ নেই।
×