ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রুহুল আমিন ভূঁইয়া

আসছে ঈদের সিনেমা

প্রকাশিত: ০৬:২৯, ১৬ আগস্ট ২০১৮

আসছে ঈদের সিনেমা

বাংলা সিনেমা প্রেমীদের জন্য ঈদ একটি দারুণ উপলক্ষ। ঈদ মানে আনন্দ। এই আনন্দ কয়েকগুণ বাড়িয়ে দেয় ঈদে মুক্তিপ্রাপ্ত বিশেষ ছবিগুলো। নির্মাদেরও থাকে আলাদা নজর। মুক্তির তালিকায় একাধিক ছবির নাম থাকলেও প্রযোজক সমিতি থেকে এখন পর্যন্ত কোন ছবির নাম চূড়ান্ত করা হয়নি। তবে চার নির্মাতা ঈদে তাদের ছবি মুক্তি পাবে তেমনটাই খুব জোর দিয়ে বলেছেন, ‘ক্যাপ্টেন খান’, ‘বেপরোয়া’, ‘জান্নাত’ ও ‘মাতাল’। ‘জান্নাত’ পাঁচ বছর পর জুটি হয়ে সিনেমা পর্দায় ফিরছেন মাহিয়া মাহি ও সাইমন সাদিক। ২০১৩ সালে তাদের একসঙ্গে ‘পোড়ামন’ ছবিটি মুক্তি পেয়েছিল। এরপর তাদের আর দেখা যায়নি পর্দায়। ঈদ-উল-আজহায় দুজন আসছেন ‘জান্নাত’ ছবি নিয়ে। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন আলীরাজ, মিশা সওদাগর, মারুফ প্রমুখ। ছবির কাহিনী লিখেছেন সুদীপ্ত সাঈদ খান। সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আসাদ জামান। ছবিটি প্রসঙ্গে সাইমন সাদিক বলেন, ‘ভিন্ন রকম একটি গল্প দর্শকরা দেখতে পাবে। একজন বিপথগামী জঙ্গীর প্রেমের গল্প রয়েছে ছবিতে। ‘ভুল পথে গিয়ে জীবনে যে ধরনের বিপর্যয় নেমে আসে সেটা তুলে ধরা হয়েছে চলচ্চিত্রটিতে। দর্শকরা নতুন করে আমাদের খুঁজে পাবেন বলে আমার বিশ্বাস।’ জান্নাতে দেখানো হয়েছে একটা ছেলের জঙ্গীর হয়ে ওঠার নেপথ্য। জঙ্গীবাদ নিয়ে সারাবিশ্বে যে অস্থিরতা বিরাজ করছে, তার বিপরীতের ছবি জান্নাত। ছবিতে অতিরঞ্জিত কিছু নেই। যতটুকু দর্শক চায়, তাই রয়েছে জান্নাতে।’ ‘ক্যাপ্টেন খান’ ঈদ-উল-আজহায় মুক্তি পাচ্ছে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত ছবি ‘ক্যাপ্টেন খান’। শান্ত এন্টারপ্রাইজ প্রযোজিত ছবিটি সোমবার আনুষ্ঠানিকভাবে সেন্সরে জমা দেয়া হয় বলে প্রযোজনা সংস্থা থেকে জানানো হয়েছে। ছবিটির পরিবেশনার দায়িত্বে আছে শাপলা মিডিয়া। ঈদ-উল-ফিতরের পর থেকেই ‘ক্যাপ্টেন খান’র বুকিং নেয়া শুরু“হয়েছে বলে জানা গেছে। ইতোমধ্যে ছবিটি ৮০ হলে বুকিং নিশ্চিত হয়েছে বলে জানিয়েছে পরিবেশক প্রতিষ্ঠান। ‘ক্যাপ্টেন খান’ ছবির একটি গানের দৃশ্য ইতোমধ্যে ক্যাপ্টেন খান ছবির শাকিবের দুটি লুকের পোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়েছে। তাতেই শাকিব ভক্তরা মেতেছে ঢাকাই ছবির এই ভাইজানকে নিয়ে। ছবিটিতে শাকিব খানের নায়িকা হিসেবে রয়েছেন শবনম বুবলী। ‘মাতাল’ কোরবানি ঈদে মুক্তির তালিকায় থাকা ছবিগুলোর মধ্যে অন্যতম একটি ড্যাশিং নির্মাতা খ্যাত শাহীন সুমনের ‘মাতাল’। এ ছবিতে অভিনয় করেছেন চিত্রনায়ক সাইমন সাদিক ও নবাগতা অধরা খান। শাহিন সুমন বলেন, আমি বরাবরই দর্শকদের কথা এবং তাদের পছন্দর কথা মাথায় রেখে ছবি নির্মাণ করি। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। আমি আশা করছি মাতাল এই ঈদে দর্শকদের একটি ভাল লাগার ছবি হবে। সনি মুভিজ ইন্টারন্যাশনাল পরিবেশিত এই ছবিটি নির্মিত হয়েছে ত্রিভুজ প্রেমের গল্পে। এর চিত্রনাট্য করেছেন দেলওয়ার হোসেন দিল। ছবিটিতে সাইমন-অধরা ছাড়াও আরেক জুটি হিসেবে থাকছেন শিপন ও অরিন। এছাড়াও ছবিতে আরও অভিনয় করছেন সাদেক বাচ্চু, জয় রাজ, শরীফসহ আরও অনেকে। ‘বেপরোয়া’ রোশান ও ববি জুটির প্রথম ছবি ‘বেপরোয়া’। কলকাতার রাজা চন্দ পরিচালিত ছবিটির টিজার প্রকাশ হয়েছে গেল বুধবার। টিজারেই বেশ প্রশংসিত হয়েছেন রোশান। প্রায় দেড় মিনিটের টিজারে রোশান হাজির হয়েছেন মারকুটে এ্যাকশন হিরো হিসেবে। সোমবার প্রকাশ হলো ছবিটির টাইটেল গান। ‘বেপরোয়া’ শিরোনামের গানে রোশানকে বিন্দাস হয়ে নাচানাচি করতে দেখা গেল। তবে গানেও বেপরেয়ার ছাপ রাখতে ভুল করেননি পরিচালক। ছবিটিতে ববি-রোশান ছাড়াও অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, তারিক আনাম খান, নানা শাহ, রেবেকা, কমল পাটকেরসহ অনেকে। আসছে ঈদুল আজাহা উপলক্ষে সিনেমাটি দর্শকরা দেখতে পাবেন বলে সংশ্লিটরা জানিয়েছে।
×