ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাতীয় শোক দিবস উপলক্ষে কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে আলোচনা সভা

প্রকাশিত: ০৬:২৬, ১৬ আগস্ট ২০১৮

জাতীয় শোক দিবস উপলক্ষে কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে আলোচনা সভা

জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল রবিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, এমপি বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী, ইতিহাসের মহানায়ক যে মহামানবের সৃষ্টি না হলে বাংলাদেশ স্বাধীন হতো না, সে মহান নেতা ও তাঁর পরিবারকে ১৫ আগস্ট ১৯৭৫ কাকডাকা ভোরে একদল বিপথগামী সেনা কর্মকর্তাদের বুলেটের আঘাতে হত্যা করা হয়। বাংলার কৃষক ও কৃষিকে ভালবেসে বঙ্গবন্ধু কৃষি বিপ্লবের ডাক দিয়েছিলেন। কৃষি ক্ষেত্রে বঙ্গবন্ধুর নজর ছিল সবচেয়ে বেশি। বঙ্গবন্ধু ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলা দেখতে চেয়েছিলেন। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। -বিজ্ঞপ্তি ইস্টার্ন ইউনিভার্সিটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ইস্টার্ন ইউনিভার্সিটি (ইইউ) সেমিনার হলে রবিবার আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ইস্টার্ন ইউনিভাসির্টির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহ উদ্দিন আহমেদ। প্রধান বক্তা ছিলেন আজিজুল ইসলাম, সাবেক চেয়ারম্যান, ইস্টার্ন ইউনিভাসির্টি। বক্তা বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর স্বপ্নের বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের দিকনির্দেশনা প্রদান করেন। অধ্যাপক ড. মোঃ আব্বাস আলী খান, ট্রেজারার (ভারপ্রাপ্ত); অধ্যাপক ড. মোঃ মাহফুজুর রহমান, ডিন, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ; আবুল বাসার খান, রেজিস্ট্রার; এ্যাডভাইজার; বিভাগীয় চেয়ারম্যান; শিক্ষক; কর্মকর্তা ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি সাউথইস্ট ভার্সিটি সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে মঙ্গলবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য এম কামালউদ্দিন চৌধুরী, উপউপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু তাহের, রেজিস্ট্রার মেজর জেনারেল (অব) কাজী ফকরুদ্দীন আহমেদ। প্রধান অতিথি বলেন, যে কুচক্রী মহল ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করেছিল, আমাদের ইতিহাসে তারা শুধু কলঙ্কই লেপে দেয়নি বরং সূর্য শিখাকে নেভাতে চেয়েছিল। তাদের সেই চক্রান্ত সফল হয়নি। -বিজ্ঞপ্তি। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় মঙ্গলবার প্রাইম এশিয়া বিশ্ববিদ্যায়ের আইকিউএসি কনফারেন্স সেন্টারে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শোক দিবসের এ আলোচনা অনুষ্ঠানের শুরুতে জাতির জনক ও তাঁর পরিবারের সকল শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। উক্ত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবদুল হান্নান চৌধুরী। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এ কে এম আশরাফুল হক, রেজিস্ট্রার আবুল কাশেম মোল্লা, স্কুল অব বিজনেসের ডিন, প্রফেসর ড. এ এইচ এম হাবিবুর রহমান, স্কুল অব ইঞ্জিনিয়ারিঙের ডিন প্রফেসর শেখ মোঃ হাসানুজ্জামান এবং স্কুল অব বায়োলজিক্যাল সায়েন্সের ডিন প্রফেসর ড. এজেএম ওমর ফারুক। -বিজ্ঞপ্তি
×