ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু মানে বাংলাদেশ ॥ বিমানমন্ত্রী

প্রকাশিত: ০৬:২৫, ১৬ আগস্ট ২০১৮

বঙ্গবন্ধু মানে বাংলাদেশ ॥ বিমানমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল বলেছেন, বঙ্গবন্ধু আমাদের চেতনার আলোকশিখা, প্রেরণার সুউচ্চ মিনার। তার নেতৃত্বেই বাঙালী পেল একটি দেশ, জাতীয় সঙ্গীত আর জাতীয় পতাকা। বঙ্গবন্ধু ও বাংলাদেশ অভিন্ন। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বুধবার সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে লক্ষ্মীপুর জেলা প্রশাসন আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। একেএম শাহজাহান কামাল বলেন, বঙ্গবন্ধুর আজন্ম লালিত স্বপ্ন সোনার বাংলা গড়তে শেখ হাসিনার নেতৃত্বে নিরন্তর কাজ করে যাচ্ছে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেয়া হয় এবং জেলা শহরে শোক মিছিল বের করা হয়। এছাড়া শহরের বিভিন্ন এলাকায় কাঙালীভোজ ও তবারক বিতরণ করেন তিনি। চট্টগ্রামে সিলিন্ডার বিস্ফোরণে ১১৭ ঘর ভস্মীভূত স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর ইপিজেড থানার রেলগেট এলাকায় গ্যাস সিলিন্ডারের আগুনে ভস্মীভূত হয়েছে ৪ বস্তির ১১৭ কাঁচাঘর। মঙ্গলবার গভীর রাতে এই দুর্ঘটনা ঘটে। জানা যায়, আলমগীর নামের এক ব্যক্তির সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হয়। অল্পক্ষণের মধ্যে তা পুরো বস্তিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি গাড়ি প্রায় সাতঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।
×