ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হায়েনারা শুধু বঙ্গবন্ধুকে নয়, গোটা জাতিকে হত্যা করেছে ॥ পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০৬:২৪, ১৬ আগস্ট ২০১৮

হায়েনারা শুধু বঙ্গবন্ধুকে নয়, গোটা জাতিকে হত্যা করেছে ॥ পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বলেছেন, হায়েনারা ১৫ আগস্টে শুধু বঙ্গবন্ধুকে নয় গোটা বাংলাদেশকে হত্যা করেছে। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে অর্থনৈতিকভাবে মুক্ত করে স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে জনগণকে সঙ্গে নিয়ে পথ চলতে চেয়েছিলেন। কিন্তু চক্রান্তকারীরা তা হতে দেয়নি। প্রতিমন্ত্রী বুধবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজশাহী শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে একথা বলেন। প্রতিমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবনের তাৎপর্য তুলে ধরে বলেন, বঙ্গবন্ধুর আদর্শ, তার ভাষণ, তার দিকনির্দেশনা দেশ জাতিকে পথের সন্ধান দিয়েছে। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ সাড়ে সাত কোটি বাঙালীর মনকে জয় করেছিল। তিনি বলেন, তার আদর্শ, দিক নির্দেশনাকে আমাদের অনুসরণ করেই সামনের দিকে এগিয়ে যেতে হবে। রাজশাহী জেলা প্রশাসক এসএম আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) আমিনুল ইসলাম, উপ মহাপুলিশ পরিদর্শক এম খুরশিদ হোসেন বিপিএম, আরএমপি পুলিশ কমিশনার একেএম হাফিজ আক্তার, জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ বিপিএম উপস্থিত ছিলেন। পরে জাতীয় এ উপলক্ষে প্রধান অতিথি রক্তদান কর্মসূচী উদ্বোধন, পুরস্কার বিতরণ ও গাছের চারা বিতরণ করেন।
×