ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে বাসচাপায় ছাত্রীসহ নিহত ৩

প্রকাশিত: ০৬:২৩, ১৬ আগস্ট ২০১৮

রাজশাহীতে বাসচাপায় ছাত্রীসহ নিহত ৩

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী নগরীর নওদাপাড়া বাজার এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় স্কুলছাত্রীসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও চারজন। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসটি দোকানে ঢুকে পড়লে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনায় নিহতরা হলেন, নগরীর শাহমখদুম থানার মোড় এলাকার মোহাম্মদ আলীর ছেলে সবুজ, মঠপুকুর এলাকার পিংকু ও ভাড়ালিপাড়া এলাকার এন্তাজের মেয়ে অনিকা। অনিকা স্থানীয় শাহমখদুম স্কুলের দশম শ্রেণীর ছাত্রী বলে জানা গেছে। তার বাবার নাম রুস্তম আলী। নওহাটা দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা রেজাউল করিম তিন জনের মৃত্যু নিশ্চিত করেছেন। এদিকে এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে যানবাহনে ব্যাপক ভাংচুর চালায়। তারা বেশ কয়েকটি বাস, ট্রাক ও অটোরিক্সা ভাংচুর করে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করেছে পুলিশ। বাসের চালক ও হেলপারকে আটক করতে পারেনি পুলিশ। এ ঘটনায় বেলা ৩ টা পর্যন্ত রাজশাহী-নওগাঁ সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া নওগাঁগামী এ্যারো বেঙ্গল নামের একটি বাস নওদাপাড়া এলাকায় একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পাশের একটি দোকানে ঢুকে পড়ে। এতে মোটরসাইকেলে থাকা সবুজ ও পিংকু ঘটনাস্থলেই মারা যায়। পরে দোকানে বাসের চাপায় অনিকার মৃত্যু হয়। এ ঘটনায় আহতদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ জানান, নওদাপাড়া বাজার এলাকার দুর্ঘটনায় ঘটনাস্থলে তিন জনের মৃত্যু হয়েছে। চারজনকে গুরুতর অবস্থায় মেডিক্যালে ভর্তি করা হয়েছে। নগরীর শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিল্লুর রহমান জানান, বাসটি নওদাপাড়া এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় রাস্তার পাশে থাকা একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পার্শ্ববর্তী জাহাঙ্গীর ট্রেডার্সে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলে ওই মোটরসাইকেলের দুই আরোহী ও স্কুলছাত্রী নিহত হন। ভৈরবে তিন যাত্রী নিজস্ব সংবাদদাতা ভৈরব থেকে জানান, ভৈরব কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের আগরপুর কোনাপাড়া এলাকায় যাত্রীবাহী বাস ও সিএনজি আটোরিক্সার সংঘর্ষে তিন যাত্রীর ঘটনাস্থলে নিহত হয়। আহত হয় ২ জন। এ সময় উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। নিহতরা হলোÑ বাহারমিয়া (৫০), মিরারচর, কুলিয়ারচর, আবুল হোসেন (১৭), বাজিতপুর ও অজ্ঞাত পুরুষ (৩০)। পুলিশ ও প্রত্যক্ষদশীরা জানায়, বুধবার বিকেলে কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী যাতায়েত পরিবহনের একটি বাস ভৈরব থেকে বাজিতপুরগামী একটি অটোরিক্সার সঙ্গে সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিক্সাটিকে ধুমড়ে মুচড়ে ফেলে। ঘটনাস্থলেই অটোরিক্সার ৩ যাত্রীর মৃত্যু হয়। আহত হন সিএনজির ২ যাত্রী। এ সময় উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানা পুলিশ, ভৈরব ও কুলিয়ারচরের ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ২ ঘণ্টা চেষ্টা করে আগুন নেভায়। এসময় এ সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ভালুকায় এক নিজস্ব সংবাদদাতা ভালুকা ময়মনসিংহ থেকে জানান, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভরাডোবা এলাকায় হ্যারী ফ্যাশন মিলের সামনে বুধবার সকালে কাভার্ড ভ্যানের চাপায় আব্দুল কাদের (৫০) নামে ১ ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত আব্দুল কাদের ভালুকা উপজেলার ভরাডোবা গ্রামের আব্দুল জব্বারের পুত্র। একটি গরুকে বাঁচাতে গিয়ে ওই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে । চুয়াডাঙ্গায় এক নিজস্ব সংবাদদাতা চুয়াডাঙ্গা থেকে জানান, সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের দৌলাতদিয়াড়ে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে হতাহত হয়েছে দুজন। বুধবার দুপুর আড়াইটার দিকে দুর্ঘটনাটি ঘটে। জানা গেছ, শহরতলীর দৌলতদিয়াড়ে একটি চায়ের দোকানে শফি (৩০) ও আলআমিন (২৮) বসে গল্প করছিল। এ সময় মেহেরপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই দৌলতদিয়াড়ের দিদার ম-লের ছেলে শফি নিহত হয়।
×