ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নীলফামারীতে দুদিনব্যাপী ফ্রি চিকিৎসা

প্রকাশিত: ০৬:২২, ১৬ আগস্ট ২০১৮

নীলফামারীতে দুদিনব্যাপী ফ্রি চিকিৎসা

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ বঙ্গবন্ধুকে শ্রদ্ধাভরে স্মরণ করে জাতীয় শোক দিবস উপলক্ষে নীলফামারীতে দুই দিনব্যাপী বিশেষ শিশু চিকিৎসা ক্যাম্প শুরু হয়েছে। ফ্রি-শিশু চিকিৎসা ক্যাম্পে জেলা শহরের নতুনবাজার দ্বিমুখী উচ্চ বিদ্যালয় চত্বরে প্রথম দিন বুধবার এক হাজার শিশু বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপির সার্বিক সহযোগিতায় জাতীয় শোক দিবস উপলক্ষে প্রথম দিনের এই বিনামূল্যে শিশু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে পৌর আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ড কমিটি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব পেডিয়াট্রিক নিউরোডিজঅর্ডার এ্যান্ড অটিজম বিভাগের প্রকল্প পরিচালক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের সহধর্মিণী অধ্যাপক ডাঃ শাহীন আখতারসহ ওই শিশু ক্যা¤েপ মোট ৬ চিকিৎসক শিশুদের মাঝে চিকিৎসা প্রদান করেন। অন্যরা হলেন ডাঃ বিকাশ চন্দ্র পাল, ডাঃ মাহাজুর আলম, ডাঃ রঞ্জন শুভ্র পাল, ডাঃ ধীমান কুমার রায় ও ফিজিওথেরাপিস্ট আবু সুফিয়ান। ফ্রি শিশু চিকিৎসা ক্যাম্পের দ্বিতীয় দিন আজ বৃহস্পতিবার দিনব্যাপী অনুষ্ঠিত হবে পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের শাখামাছা সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে।
×