ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শাহ আমানতে এক কোটি ৬০ লাখ টাকার স্বর্ণ আটক

প্রকাশিত: ০৬:২২, ১৬ আগস্ট ২০১৮

শাহ আমানতে এক কোটি ৬০ লাখ টাকার স্বর্ণ আটক

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে ৩২টি স্বর্ণবার, যার ওজন প্রায় পৌনে ৪ কেজি। বুধবার সকালে এ স্বর্ণগুলো উদ্ধার করেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা। কাস্টমস সূত্র জানায়, বিমানের বিজি-১৪৮ ফ্লাইটটি আসে মধ্যপ্রাচ্যের দুবাই থেকে। এতে অবৈধ স্বর্ণ থাকতে পারে এমন তথ্য ছিল শুল্ক ও গোয়েন্দাদের কাছে। ফলে আগে থেকেই গোয়েন্দা কর্মকর্তারা অবস্থান নেন। তল্লাশিতে উদ্ধার হয় ৩২টি স্বর্ণবার, যার ওজন ৩ কেজি ৮৩০ গ্রাম। এগুলো পাওয়া যায় পরিত্যক্ত অবস্থায়। কর্মকর্তারা মালিকবিহীন একটি ব্যাগের মধ্যে এগুলো পান। আটক স্বর্ণের মূল্য প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
×