ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঘাতকরা সেদিন তিন বাড়ি লক্ষ্য করে আক্রমণ করেছিল ॥ মতিয়া

প্রকাশিত: ০৬:২১, ১৬ আগস্ট ২০১৮

ঘাতকরা সেদিন তিন বাড়ি লক্ষ্য করে আক্রমণ করেছিল ॥ মতিয়া

জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে আলোচনাসভা ও দোয়া মাহফিল ১২ আগস্ট রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বক্তব্য রাখেন। তিনি বলেন, বাংলার কৃষক ও কৃষিকে ভালবেসে বঙ্গবন্ধু কৃষি বিপ্লবের ডাক দিয়েছিলেন। কৃষি ক্ষেত্রে বঙ্গবন্ধুর নজর ছিল সবচেয়ে বেশি। অনুষ্ঠানের প্রধান বক্তা কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ৪৩ বছর আগে ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকের নির্মম বুলেটের আঘাতে বাঙালী জাতি হারিয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সদস্যদের। সেদিন ঘাতকরা তিনটি বাড়ি লক্ষ্য করে আক্রমণ করেছিল। সেদিন গৃহকর্মীসহ কেউ রেহাই পায়নি। ১৫ আগস্ট যাঁরা জীবন দিয়েছেন শ্রদ্ধাবনত চিত্তে তাদের রুহের মাগফেরাত কামনা করি। তিনি বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, স্বাধীনতার পর যুদ্ধ বিধ্বস্ত দেশ, গুদামে চাল নেই, ব্যাংকে টাকা নেই। বঙ্গবন্ধু বলেন, আমার মাটি আছে, মানুষ আছে, আমি বাংলাকে গড়ব। -বিজ্ঞপ্তি বঙ্গবন্ধুর দেখানো পথেই এগিয়ে যাচ্ছে দেশ বিবিএসের আলোচনায় বক্তারা স্টাফ রিপোর্টার ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখানো পথে অর্থনৈতিক অগ্রগতি দিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আজ ৭ শতাংশের ওপরে জিডিপি প্রবৃদ্ধি হচ্ছে। এ অর্জন সম্ভব হয়েছে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বের কারণে। বুধবার জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের বক্তারা এসব কথা বলেন। রাজধনীর আগারগাঁও-এ অবস্থিত পরিসংখ্যান ভবন অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করে পরিসংখ্যান ও তথ্য-ব্যবস্থাপনা বিভাগ এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
×