ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অদ্ভুত মোটরসাইকেল

প্রকাশিত: ০৬:১০, ১৬ আগস্ট ২০১৮

অদ্ভুত মোটরসাইকেল

ফর্মুলা ওয়ানের প্রাক্তন এক ড্রাইভার নতুন এক মোটরসাইকেল তৈরি করেছেন, যা ভবিষ্যতের মোটরসাইকেল হিসেবে বিবেচনা করা হচ্ছে। নতুন এই মোটরবাইকের নাম দেয়া হয়েছে ‘টিএমসি ডুমো’। এই বাইকে রোলস রয়েসের ৩০০ হর্স পাওয়ারের ভি সিক্স এয়ারক্রাফট ইঞ্জিন সংযুক্ত করা হয়েছে। আর বাইকটি যাতে এই বিশাল ইঞ্জিনের ভার বইতে পারে সেজন্য এর চেসিস তৈরি করা হয়েছে ক্রোমিয়াম-মলিবডেনিয়াম এ্যালুমিনিয়াম দিয়ে। এতে একটি স্পিডোমিটার, রিট্র্যাকটেবল লাইটিং, ১৬ লিটার তেল ধারণ ক্ষমতাসম্পন্ন চারটি এ্যালুমিনিয়ামের ফুয়েল ট্যাঙ্ক, আট লিটার তেল মজুদ রাখার জন্য দুটি রিজার্ভারও রয়েছে। সবচেয়ে আকর্ষণীয় হলো- এই বাইকে ৩৬ ইঞ্চি ব্যাসের হাবলেস হুইল আছে। মোটরসাইকেলটির ব্রাজিলিয়ান নির্মাতা টারসো মারকুইজ জানিয়েছেন, কোন মোটরবাইকের জন্য এই চাকা সবচেয়ে বড় হিসেবেই রেকর্ড সৃষ্টি করেছে। চাকা দুটি মোটরসাইকেলে এমনভাবে লাগানো হয়েছে, যা দেখে মনে হয় যে বাইকটি রাস্তায় ভেসে বেড়াচ্ছে। ফ্লোরিডার ৭৭তম ডায়টোনা বিচ বাইক উইকে প্রদর্শনের জন্য তৈরি করা হয় এই মোটরবাইকটি। প্রদর্শনীতে সেরা মোটরবাইক হিসেবেই পুরস্কার জিতে নেয় এটি। মোটরবাইকের নামটি ব্রাজিলের আবিষ্কারক আলবার্তো সান্তোস ডুমোকে সম্মান জানাতে তার নামেই রাখা হয়েছে। -ডেইলি মেইল
×