ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জুতার দুর্গন্ধ দূর করবে ডিভাইস

প্রকাশিত: ০৬:১০, ১৬ আগস্ট ২০১৮

জুতার দুর্গন্ধ দূর করবে ডিভাইস

অন্যের সামনে জুতা খোলার সময় অনেকের মনেই ভয় কাজ করে যে, এই বুঝি দুর্গন্ধ ছড়াবে। কেননা বেশ বিব্রতকর এই পরিস্থিতি। এই বিব্রতকর পরিস্থিতি এড়ানোর জন্য অর্থাৎ জুতার দুর্গন্ধ থেকে মুক্তি দিতে ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা প্রতিষ্ঠান প্যানাসনিক নিয়ে এসেছে সু ডিওডোরাইজ ডিভাইস। এমএস-ডিএস১০০ মডেলের এই ‘সু ডিওডোরাইজ’ ডিভাইসটি সেপ্টেম্বরের ২০ তারিখ থেকে পাওয়া যাবে। এটি জুতায় রাতব্যাপী সংযুক্ত করে দুর্গন্ধ পুরোপুরি দূর করা যায়। ডিভাইসটিতে প্যানাসনিক তাদের জনপ্রিয় ন্যানো আয়ন প্রযুক্তি ব্যবহার করেছে, যা ‘ন্যানো এক্স’ হিসেবে পরিচিত। এই আয়ন জুতায় প্রবেশ করে অপ্রীতিকর সব গন্ধ দূর করে দেয়। ডিভাইসটিতে দুটি অপশন রয়েছে। ‘নরমাল মোড’, যা পাঁচ ঘণ্টাব্যাপী চলে অথবা ‘লং মোড’, যা সাত ঘণ্টাব্যাপী চলে। ডিভাইসটি ব্যবহারে এমনকি সবচেয়ে জঘন্য গন্ধও মুছে যায়। ডিভাইসটি ব্যাটারির মাধ্যমেও চলে, যার মানে পাওয়ার সকেট সঙ্কটের সময়ও এটি ব্যবহার করা যাবে। ডিভাইসটির দাম এখনও ঘোষণা করেনি জাপানি প্রতিষ্ঠান প্যানাসনিক। -মিরর
×