ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শিক্ষার্থী এনামুলকে অপহরণকারীরা দশ লাখ টাকা মুক্তিপণ চায়

প্রকাশিত: ০৬:১০, ১৬ আগস্ট ২০১৮

শিক্ষার্থী এনামুলকে অপহরণকারীরা দশ লাখ টাকা মুক্তিপণ চায়

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থী এনামুল হককে অপহরণের পর ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। তিনি ইলেকট্রিক্যাল এ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী। মঙ্গলবার নিখোঁজ হওয়ার পর বুধবার সকালে বাড্ডা থানায় সাধারণ ডায়েরি করেছেন তার মা। পুলিশ জানিয়েছে, অপহরণের অভিযোগে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। যে নম্বর থেকে ফোন করে মুক্তিপণ চাওয়া হয়েছিল, তা ট্র্যাক করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। নিখোঁজ এনামুল হকের মা অভিযোগ করেছেন, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য মোহাম্মদপুর বাসা থেকে বের হয়। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়। পরবর্তী সময়ে রাত ১০টার দিকে একটি অপরিচিত নম্বর থেকে ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। পাশাপাশি জানানো হয়, ছেলে এনামুল সুস্থ আছে। ঘটনাটি অপহরণ না অন্যকিছু তা খতিয়ে দেখছে পুলিশ। বাড্ডা থানার ইন্সúেক্টর (অপারেশন্স) ইয়াসিন গাজী বলেন, যে নম্বর থেকে মুক্তিপণ চেয়ে ফোন করা হয়েছিল। সেই নম্বরটি ইতোমধ্যে ট্র্যাক করেছি। লাস্ট লোকেশন দেখাচ্ছে মুন্সীগঞ্জ গজারিয়ার একটি রিসোর্টে। আমাদের টিম কাজ করছে। অপহরণ না অন্যকিছু তা ভিকটিমকে উদ্ধারের পর বলা যাবে।
×