ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নির্বাচনে আসুন ॥ বিএনপিকে নাসিম

প্রকাশিত: ০৬:০৯, ১৬ আগস্ট ২০১৮

নির্বাচনে আসুন ॥ বিএনপিকে নাসিম

স্টাফ রিপোর্টার ॥ আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য বিএনপিকে আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম । তিনি বলেন, সংলাপের অপেক্ষায় বসে না থেকে নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। আপনাদের (বিএনপি) সঙ্গে সংলাপের কোন প্রশ্নই আসে না। সংলাপের নামে নাটকের কোন মানে হয় না। নির্বাচন নিয়ে আর তত্ত্ব বা পরীক্ষা-নিরীক্ষার সুযোগ নাই। সংলাপ হবে দেশের জনগণের সঙ্গে। বুধবার জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীর কাওরানবাজারে পরিবার পরিকল্পনা অধিদফতর আয়োজিত মিলাদ মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, আওয়ামী লীগ খেলে গোল দিতে চায়। আমরা চাই বিএনপি নির্বাচনের মাঠে আসুক। পেছনের পথ দিয়ে নয়, জনগণের ভোট নিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করতে বিএনপির প্রতি আহ্বান জানান মোহাম্মদ নাসিম। স্বাস্থ্যমন্ত্রী বলেন, একটানা দশ বছর ক্ষমতায় থেকে দেশের সব উন্নয়ন করা সম্ভব হয় না। মালয়েশিয়া, সিঙ্গাপুরের মতো উন্নয়নশীল দেশে যুগ যুগ ধরে একই সরকার দেশ পরিচালনা করছে। এজন্য তারা অনেক এগিয়ে গেছে। সরকারের উন্নয়ন কার্যক্রমের পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য আগামীতে আবারও জনগণ আওয়ামী লীগকেই ভোট দেবে। জনগণ জানে কোন দল উন্নয়নের রাজনীতি করে, আর কোন দল ষড়যন্ত্রের রাজনীতি করে। মোহাম্মদ নাসিম বলেন, যারা ষড়যন্ত্রের রাজনীতি করে তারাই সংবিধান ছিন্নভিন্ন করে বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধ করেছিল ইনডেমনিটির মাধ্যমে। একটি হত্যার বিচার সেদিন যারা বন্ধ করেছিল, পরে আত্মস্বীকৃত খুনীদের সংসদে বসার সুযোগ করে দিয়েছিল তাদের মুখে আইনের শাসন, মানবাধিকার শব্দগুলো মানায় না। সেদিন দেশে বিদেশে মানবাধিকার নিয়ে কেউ প্রশ্ন না তুলে আত্মস্বীকৃত খুনীদেরকেই প্রশ্রয় দিয়েছিল। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিজয়ের মাসে নির্বাচন অবশ্যই অনুষ্ঠিত হবে। আমরা নির্বাচনে বিশ্বাস করি। ২০১৪ সালে যথাসময়ে নির্বাচন না হলে এই দেশে মার্শাল ল থাকত। নির্বাচনে আমরা জনগণের কাছে যাব ভোট দিলে সরকার গঠন করব, না দিলে সরকার গঠন করব না। জনগণ যাদেরকে ভোট দিবে আমরা তাদেরকে সালাম জানাব। অধিদফতরের মহাপরিচালক কাজী মোস্তফা সারোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সিরাজুল হক খান, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব জি এম সালেহউদ্দিন বক্তব্য রাখেন । এর আগে স্বাস্থ্যমন্ত্রী রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) অডিটোরিয়ামে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির হিসাবে বক্তৃতা করেন। রাজউক আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজউক চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান। সকালে স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং কর্মচারীগণ ধানম-ির বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
×