ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শোকের দিন এবারও খালেদা জিয়ার জন্মদিন পালন

প্রকাশিত: ০৬:০৯, ১৬ আগস্ট ২০১৮

শোকের দিন এবারও খালেদা জিয়ার জন্মদিন পালন

স্টাফ রিপোর্টার ॥ বিভিন্ন মহলের কঠোর সমালোচনার পরও শোকের দিনে এবারও খালেদা জিয়ার জন্মদিন পালন করেছে বিএনপি। তবে এবার কেক কেটে নয় মিলাদ ও দোয়া মাহফিল করে তার জন্মদিন পালন করা হয়। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বুধবার দুপুরে খালেদা জিয়ার ৭৩তম জন্মদিন পালন উপলক্ষে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে মুক্তি দিতে সরকারকে বাধ্য করা হবে। খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করে তার মুক্তির জন্য সকলকে শপথ নেয়ার আহ্বান জানান ফখরুল । উল্লেখ্য, ১৫ আগস্ট বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ভুয়া জন্মদিন বলে উল্লেখ করে এ মেলার সভাপতি খোন্দকার ইব্রাহিম খালেদ, সহ সভাপতি কবি রুবী রহমান ও স্থপতি রবিউল হুসাইন। সভাপতিত্ব করেন মেলার শিশু সদস্য রাউফুন নাহার নওমী। মেলার শিশুদের সম্মেলক কণ্ঠে ‘ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা’ গানটি পরিবেশনের মধ্যদিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর স্বাগত বক্তব্য রাখেন শিশু বক্তা উষশী দিব্যাংশু তমঘœ মহীন। রবিউল হুসাইন বলেন, আমরা অনেক আন্দোলনের পর নিজের অস্তিত্বকে খুঁজে পেয়েছি। আমরা সেটা করতে পেরেছি বঙ্গবন্ধুর জন্য। রাষ্ট্রীয় ইতিহাসে বঙ্গবন্ধুর আগে এমন নেতৃত্ব কেউ দিতে পারেননি। সৃষ্টিশীলতার জন্যই তিনি রাজনৈতিক কবি ও স্থপতি। এরপরে তিনি ‘তিব্বত থেকে বঙ্গবন্ধু’ ও ‘মুজিব’ ছড়া দুটি আবৃত্তি করেন। কবি রুবী রহমান বলেন, বাঙালীর কলঙ্ক যে বাঙালী হয়ে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। স্বাধীনতা না পেলে হয়ত আমাদের দেশে অন্যদিকে ধাবিত হতো। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা না করলে আমাদের দেশ আরও এগিয়ে যেত এতে কোন সন্দেহ নেই। বঙ্গবন্ধু আমাদের স্বাধীন ভূখ- ও পতাকা দিয়েছিলেন। তিনি যেভাবে দেশের মানুষকে ভালবেসেছিলেন সেই আদর্শে নতুন প্রজন্ম যেন এগিয়ে যায় এই প্রত্যাশা। খোন্দকার ইব্রাহিম খালেদ বলেন, বঙ্গবন্ধুকে হত্যার আসল খুনী ছিল জিয়াউর রহমান ও মোস্তাক। ছোটবেলা থেকেই বঙ্গবন্ধু ছিলেন সাধারণ মানুষের কাছের মানুষ। এবং একজন নেতা। মানুষের দুঃখ কষ্ট তিনি সইতে পারতেন না। তিনি আমাদের আদর্শের প্রতীক। আলোচনা শেষে বঙ্গবন্ধুকে নিয়ে শিশুদের মধ্যে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। সব শেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এ পর্বের শুরুতে শিশুরা প্রদীপ হাতে ‘তুমি নির্মল করো মঙ্গল করো’ গান পরিবেশন করে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি ॥ মাসব্যাপী জাতীয় শোক দিবস পালনের অংশ হিসেবে বুধবার শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় শোক দিবসের আয়োজন। আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এই দুই পর্বে বিভক্ত ছিল সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজন। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে আলোচনা পর্বে বক্তৃতা করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গবর্নর ড. আতিউর রহমান। আলোচনা পরবর্তী সাংস্কৃতিক পর্বে পরিবেশিত হয় ‘যতদিন রবে পদ্মা মেঘনা’ নৃত্যনাট্য শিরোনামের নৃত্যনাট্য। কবি কামাল চৌধুরীর গ্রন্থনায়, লিয়াকত আলী লাকীর পরিকল্পনা, সুর সংযোজন ও পরিচালনায় নৃত্যনাট্যটির পরিচালনায় ছিলেন ওয়ার্দা রিহাব। এর আগে সকালে ধানম-িতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শিল্পকলা একাডেমির একাডেমির সর্বস্তরের কর্মকর্তা, শিল্পী ও কর্মচারীরা। এছাড়া কর্মসূচীর অংশ হিসেবে সকালে টুঙ্গিপাড়াতে অনুষ্ঠিত হয় ‘ঢাকা থেকে টুঙ্গিপাড়া ‘শতবাউল শিল্পীদের শিল্পযাত্রা’ শীর্ষক আয়োজন। শতবাউলের এই দলটি আজ বৃহস্পতিবার ঢাকা ফিরে আসবে। অন্যদিকে সন্ধ্যায় একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে মঞ্চায়ন হয় বাংলাদেশের ইতিহাস ও বঙ্গবন্ধুর মহান সংগ্রাম জীবন-ভিত্তিক ঐতিহাসিক নাটক ‘মুজিব মানে মুক্তি’। লোক নাট্যদল পরিবেশিত এই নাটকটির গ্রন্থণা,পরিকল্পনা ও নির্দেশনায় ছিলেন লিয়াকত আলী লাকী। মহাকালের ‘শ্রাবণ ট্র্যাজেডি’ ॥ জাতীয় শোক দিবস উপলক্ষে নাটকের দল মহাকাল নাট্যসম্প্রদায় মঞ্চায়ন করেছে বঙ্গবন্ধু বিষয়ক নাটক ‘শ্রাবণ ট্র্যাজেডি’। বুধবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমি জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় নাটকটি। ৭৫ এর ১৫ আগস্টের কালরাতে ষড়যন্ত্রীদের বুলেটে রক্তাক্ত হয় বঙ্গবন্ধু ও তার পরিবার। ’৭৫-এর নির্মম ট্র্যাজেডির পর বারবার ক্ষতবিক্ষত হয় ইতিহাস। সেই থেকে উল্টো পথে চলছে স্বদেশ। জাতির জীবনে নেমে আসে চরম দূর্ভোগ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারকে সুপরিকল্পিতভাবে নৃশংস হত্যাকা- নিয়েই বিন্যাস্ত হয়েছে নাটকটির কাহিনী। আনন জামান রচিত এবং আশিক রহমান লিয়নের পরিকল্পনা ও নির্দেশনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মহাকালের নিয়মিত নাট্যকর্মীরা। আজ বৃহস্পতিবার ও কাল শুক্রবার সন্ধ্যায় একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে ‘কারাগারের রোজনামচা’ ও ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী থেকে পাঠ, কবিতায় বঙ্গবন্ধু ‘শ্রাবণের শোকগাথা, শীর্ষক আয়োজন অনুষ্ঠিত হবে।
×