ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পেঁয়াজের পাশাপাশি সব ধরনের মসলার দাম বাড়ছে

প্রকাশিত: ০৬:০৪, ১৬ আগস্ট ২০১৮

পেঁয়াজের পাশাপাশি সব ধরনের মসলার দাম বাড়ছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ কোরবানি সামনে রেখে পেঁয়াজের দাম বাড়ছেই। কোনভাবে দামের লাগাম টেনে ধরা যাচ্ছে না। পেঁয়াজের ঝাঁঝে দিশেহারা ভোক্তা। খুচরা বাজারে ভাল মানের প্রতিকেজি দেশী পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০-৬৫ টাকায়। আমদানিকৃত বড় সাইজের ভারতীয় পেঁয়াজের দাম সেই তুলনায় কিছুটা কম। প্রতিকেজি ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০-৪৫ টাকায়। এই দামও সাধারণ ভোক্তাদের কাছে অনেক বেশি। পেঁয়াজের পাশাপাশি সব ধরনের মসলার দামও বাড়তির দিকে রয়েছে। উন্নতমানের প্রতিকেজি আদা বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। এছাড়া রসুন ও গরম মসলার বাজারে দাম বৃদ্ধির প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। জানা গেছে, শুধু কোরবানির সময় অতিরিক্ত আড়াই লাখ টন পেঁয়াজের চাহিদা থাকে। কোরবানির মাংস রান্নায় সারাদেশে এই পেঁয়াজের প্রয়োজন হয়। এছাড়া বছরের অন্য যে কোন সময় মাসে দুই থেকে আড়াই লাখ টন পেঁয়াজের চাহিদা রয়েছে। পেঁয়াজের অভ্যন্তরীণ উৎপাদন ও আমদানি স্বাভাবিক থাকলে গড়ে ৩৫-৪০ টাকার মধ্যে পেঁয়াজ বিক্রি হওয়ার কথা।
×