ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাতাস দিয়েই গাড়ি চলবে

প্রকাশিত: ০৪:১৮, ১৬ আগস্ট ২০১৮

বাতাস দিয়েই গাড়ি চলবে

প্রচলিত কোন জ্বালানি নয় বরং বাতাস কাজে লাগিয়েই চলবে গাড়ি। শক্তির মূল্যবৃদ্ধির সঙ্গে পাল্লা দিতে আর পরিবেশবান্ধব শক্তি ব্যবহার নিয়ে প্রচারণার লক্ষ্যে এমন এক যান বানিয়েছেন মিসরের এক দল শিক্ষার্থী। এই স্নাতক শিক্ষার্থীরা হেলওয়ান ইউনিভার্সিটিতে তাদের স্নাতকের প্রকল্পের অংশ হিসেবে এই গাড়ি বানিয়েছে। কমপ্রেসড অক্সিজেনে চলা এই যানের একটি প্রটোটাইপ বানিয়েছে তারা, এতে একজনের আসন রয়েছে বলে উল্লেখ করা হয়েছে রয়টার্সের প্রতিবেদনে। শক্তি খাতে ভর্তুকি কমানোসহ বিভিন্ন দিক থেকে অর্থনৈতিক কাঠামো সংস্কারে জোর প্রচেষ্টা চালাচ্ছে মিসর। এসব পদক্ষেপের মধ্যে ২০১৬ সালের শেষে শুরু হওয়া আন্তর্জাতিক মুদ্রা তহবিলের এক হাজার দুইশ’ কোটি ডলারের তিন বছরের ঋণ প্রকল্পও যুক্ত। শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের যান প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ৪০ কিলোমটার বেগে চলতে পারবে আর একবার জ্বালানি (বাতাস) পূর্ণ হলে এটি ৩০ কিলোমিটার চলতে সক্ষম। প্রতিটি গাড়ি বানাতে খরচ হয় প্রায় ১৮ হাজার মিসরীয় পাউন্ড। -অর্থনৈতিক রিপোর্টার জাতীয় শোক দিবস-২০১৮ উপলক্ষে ধানম-ির ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আতাউর রহমান প্রধানের নেতৃতে শ্রদ্ধা নিবেদন করা হয়
×