ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঈদের আগে বিজেএমসির কাছে পাওনা ৬০০ কোটি টাকা চান ক্ষুদ্র পাট ব্যবসায়ীরা

প্রকাশিত: ০৪:১৭, ১৬ আগস্ট ২০১৮

ঈদের আগে বিজেএমসির কাছে পাওনা ৬০০ কোটি টাকা চান ক্ষুদ্র পাট ব্যবসায়ীরা

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঈদের আগেই বাংলাদেশ পাটকল কর্পোরেশন-বিজেএমসির কাছে পাওনা ৬০০ কোটি টাকা পরিশোধের দাবি জানিয়েছে, বাংলাদেশ ক্ষুদ্র পাট ব্যবসায়ী সমিতি। মঙ্গলবার রাজধানীর মতিঝিলে বিজেএমসি ভবনের প্রধান ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন ক্ষুদ্র পাট ব্যবসায়ীরা। এ সময় তারা অভিযোগ করেন, বারবার প্রতিশ্রুতি দিয়েও পাওনা টাকা দিচ্ছে না বিজেএমসি। এতে ব্যাংক ঋণ পরিশোধ করতে পারছেন না তারা। তবে, ঈদের আগেই ক্ষুদ্র ব্যবসায়ীদের বকেয়া টাকা পরিশোধের আশ্বাস দিয়েছে বিজেএমসি। বিজেএমসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহেদ সবুর বলেন, মার্কিন নিষেধাজ্ঞা এবং পার্শ্ববর্তী দেশে কর বসিয়েছে হঠাৎ করেই। যেকারণে আমাদের পাটপণ্য বিক্রি করতে পারছি না। এর জন্য প্রায় সাড়ে ৭০০ কোটি টাকার উপরে পাটপণ্য আমাদের জমা আছে। বর্তমান চেয়ারম্যান অসুস্থ, তাকে জানিয়েছি। তিনি অসুস্থতা সত্ত্বেও ছুটি গিয়েছেন মন্ত্রণালয়ে। সেখানে সচিব মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং কথা বলেছেন। মন্ত্রিপরিষদসহ অন্য সকলকে অবহিত করে আপনাদের জন্য ব্যবস্থা নেয়ার চেষ্টা করবেন। ইনটেকের এক মাসে দর বেড়েছে ৯২ শতাংশ অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনটেক লিমিটেডের শেয়ার দর কোন মূল্য সংবেদনশীল তথ্য ছাড়া বেড়েই চলেছে। গত ১ মাসে কোম্পানিটির শেয়ার দর ৯২ শতাংশ বেড়েছে। এই অস্বাভাবিক দর বৃদ্ধিও পেছনেও নাকি আবার কোন মূল্য সংবেদনশীল তথ্য নেই। মঙ্গলবার ডিএসইতে কোম্পানির শেয়ারটির সর্বশেষ লেনদেন হয় ৩৪ টাকা ৭০ পয়সা দরে। ২১ লাখ শেয়ার লেনদেন হয়; যার বাজার মূল্য ছিল ৭ কোটি ৫৬ লাখ টাকা।
×