ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ইউনাইটেড এয়ারওয়েজকে সতর্কপত্র

প্রকাশিত: ০৪:১৫, ১৬ আগস্ট ২০১৮

ইউনাইটেড এয়ারওয়েজকে সতর্কপত্র

ইউনাইটেড এয়ারওয়েজ যথাসময়ে আর্থিক হিসাব দাখিল না করায়, প্রতিষ্ঠানটিকে সতর্কপত্র ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশনের ৬৫৫তম নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। মঙ্গলবার বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোঃ সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। কোম্পানিটি ২০১৪-১৫ ও ২০১৫-১৬ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক হিসাব যথাসময়ে দাখিল করেনি। এ ছাড়া ২০১৬-১৭ অর্থবছরের প্রথম প্রান্তিক ও অর্ধবার্ষিকী, তৃতীয় প্রান্তিক এবং ২০১৭-১৮ অর্থবছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক হিসাব দাখিলে ব্যর্থ হয়েছে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭ এর রুল ১২ (৩এ) এবং কমিশনের নোটিফিকেশন নং এসইসি/ সিএমআরআরসিডি/ ২০০৮-১৮৩/এডমিন/০৩-৩১ ভঙ্গ করেছে। যে কারণে বিএসইসি প্রতিষ্ঠানটিকে সতর্কপত্র ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার পপুলার লাইফের এজিএম ২৭ আগস্ট বীমা খাতের কোম্পানি পপুলার লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ আগস্ট অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানিটির এজিএম ওইদিন দুপুর ১২টায় ফার্স হোটেল এ্যান্ড রিসোর্টস’ ২১২, শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, পুরানা পল্টনে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, ৩১ ডিসেম্বর, ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ৪০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। -অর্থনৈতিক রিপোর্টার
×