ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ডাইনামিক সিকিউরিটিজকে ২ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ০৪:১৫, ১৬ আগস্ট ২০১৮

ডাইনামিক সিকিউরিটিজকে ২ লাখ টাকা জরিমানা

অর্থনৈতিক রিপোর্টার ॥ ডাইনামিক সিকিউরিটিজ কনসালটেন্টসকে ২ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশনের ৬৫৫তম নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। মঙ্গলবার বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোঃ সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। ব্রোকারেজ হাউসটি থেকে সমন্বিত গ্রাহক হিসেবে তহবিল ঘাটতির মাধ্যমে সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (স্টক ডিলার, স্টক ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা, ২০০০ এর সেকশন ১১ এবং দ্বিতীয় তফসিলের আচরণবিধি ১ ও ৬ লঙ্ঘন হয়েছে।
×