ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অর্ধবার্ষিকীতে আর্থিক খাতের ১২ কোম্পানির মুনাফা কমেছে

প্রকাশিত: ০৪:১৪, ১৬ আগস্ট ২০১৮

অর্ধবার্ষিকীতে আর্থিক খাতের ১২ কোম্পানির মুনাফা কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকবহির্ভূত আর্থিক খাতের কোম্পানিগুলোর অর্ধবাষিক (জানুয়ারি-জুন,১৮) প্রতিবেদন প্রকাশ করেছে। এর মধ্যে ১২ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) আগের বছরের একই সময়ের তুলনায় কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসইতে ব্যাংকবহির্ভূত আর্থিক খাতের ২৩টি প্রতিষ্ঠান তালিকাভুক্ত। এর মধ্যে ১২টি কোম্পানির ইপিএস কমেছে, বেড়েছে ৫টি কোম্পানির। আর ৫টি কোম্পানি লোকসানে রয়েছে। অপর একটি কোম্পানিটি হলো আইসিবি। প্রতিষ্ঠানটির হিসাব বছর শেষ হয় জুনে। সবচেয়ে বেশি শেয়ার প্রতি আয় (ইপিএস) কমেছে ফাস ফাইন্যান্সের। কোম্পানির ২০১৮ সালের জুন শেষে ইপিএস দাঁড়িয়েছে ৫ পয়সা, আগের বছর একই সময়ে (জুন,১৭) কোম্পানির ইপিএস ছিল ৫৬ পয়সা। সেই হিসাবে কোম্পানির ইপিএস কমেছে ৫১ পয়সা বা ৯১ দশমিক ০৭ শতাংশ। ইপিএস কমার তালিকায় বাদ যায়নি বড় বড় প্রতিষ্ঠানও। এ তালিকায় রয়েছে লংকাবাংলা ও আইডিএলসি ফাইন্যান্স। সংশ্লিষ্টরা বলছেন, তারল্য সংকট, আন্তঃব্যাংক সুদহারসহ নানা কারণে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করছে। সেই সঙ্গে কিছু কোম্পানির পরিচালন ব্যয় বৃদ্ধি পেয়েছে। সার্বিকভাবে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। শেয়ার প্রতি আয় কমে যাওয়া অন্য কোম্পানিগুলো হচ্ছে- বে লিজিং, বিডি ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, ইসলামিক ফাইন্যান্স, মাইডাস ফাইন্যান্সিং, ন্যাশনাল হাউজিং, ফিনিক্স ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং, ইউনাইটেড ফাইন্যান্স। লোকসানে থাকা প্রতিষ্ঠানগুলো হচ্ছে- বিআইএফসি, ফারইস্ট ফাইন্যান্স, ফার্স্ট ফাইন্যান্স, পিপলস লিজিং, প্রাইম ফাইন্যান্স। যেসব কোম্পানির ইপিএস বেড়েছে সেগুলো হচ্ছে- ডেল্টা ব্র্যাক হাউজিং, ইন্টারন্যাশনাল লিজিং, আইপিডিসি, ইউনিয়ন ক্যাপিটাল, উত্তরা ফাইন্যান্স।
×