ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এম এইচ উল্লাহ

মাংস বণ্টনে আনন্দ

প্রকাশিত: ০৩:৪৬, ১৬ আগস্ট ২০১৮

মাংস বণ্টনে আনন্দ

ঈদ মানেই আনন্দ- আর আনন্দের অপর নামই হচ্ছে ঈদ। তবে সেকালের ঈদ উদযাপন আর একালের ঈদ উদযাপনে বেশ কিছু পার্থক্য রয়েছে। এখন আধুনিকতার ছোঁয়া লেগেছে জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই। আগে ঈদের দিনে মেহমানদের জন্য মানুষ ঘরে ঘরে অপেক্ষা করত, মেহমান এলে সবাই মিলে একসঙ্গে খেতে বসত আর আনন্দ করত। এখন সেই- কালচারটা ধীরে ধীরে উঠে যাচ্ছে। মানুষ এখন অনেকটা আত্মকেন্দ্রিক হয়ে উঠেছে। তাই ঈদের দিনেই এখন আর কেউ কারও জন্য অপেক্ষা করে না। বিশেষ করে শহরবাসীদের জন্য এই কথাটি খুবই প্রযোজ্য। আগের দিনে সকাল বেলা শিশু-কিশোররা ঘুম থেকে উঠে গোসল করে নতুন জামা-কাপড় পরে পাড়ায় এক বাড়ি থেকে অন্য বাড়িতে গুরুজনদের দোয়া/আশীর্বাদের জন্য যেতে ব্যস্ত হয়ে পরত কিন্তু এখন সেই জিনিসটিও খুব একটা দেখা যায় না। কোরবানি ঈদের সময় অবশ্য মজাটা একটু ভিন্ন প্রকৃতির। পাড়ায় মহল্লায় পশু কোরবানির সময় দলে দলে এখনও শিশু-কিশোররা ভিড় জমায়, কোরবানির পরে গোস্ত ভাগাভাগির সময় শিশুরা এখনও ভিড় করে আর গোস্ত বণ্টন দেখে আনন্দ পায়। তবে শহরে কিন্তু এই জিনিসটির অভাব রয়েছে। অনেক পরিবারে দেখা যায় ঈদের দিনে তারা বাইরে খানাপিনা করছে, আর নিজেদের বাসস্থানে তালা লাগিয়ে রেখেছে। আগের দিনে ঈদের সময় গ্রাম-গঞ্জে বিভিন্ন ধরনের খেলা-ধুলার আয়োজন করা হতো। বর্ষাকালে নদী ও খালে নৌকা বাইচের আয়োজন করা হতো। এছাড়াও আরও অনেক ধরনের খেলাধুলা যেমনÑ হা-ডু-ডু, দৌড় প্রতিযোগিতা, সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হতো। গ্রামবাসী প্রায় সকলেই এসব খেলাধুলায় অংশ নিত আর আনন্দ উপভোগ করত। তখনও ঈদ উপলক্ষে গ্রামে ফুটবল খেলার চর্চা ছিল। এখন অবশ্য খেলাধুলার ধরন পাল্টে গেছে। ছেলেমেয়েরা এখন ক্রিকেট খেলছে। এমনকি গ্রামের ছেলেমেয়েরাও এখন ক্রিকেট খেলে চিত্ত-বিনোদন করছে। এখন অবশ্য ফেসবুকে নানা স্ট্যাটাস দিয়ে শিশু-কিশোররা ঈদের আনন্দকে আরও আকর্ষণীয় করে তুলছে। ইলেক্ট্রনিক মিডিয়ার বদৌলতে নানা কৌশল অবলম্বন করে ঈদের দিনটিকে জনসম্মুখে আরও আকর্ষণীয় করার চেষ্টা করা হচ্ছে। টেলিভিশনে নানা ধরনের নাটক আর স্বল্পদৈর্ঘ্য সিনেমা পরিবেশন করে দর্শকদের কাছে ঈদ আনন্দকে আরও বাড়িয়ে দেয়া হচ্ছে। তবে এ কথা সত্য অতীতের মতো এখন আর মানুষ একঘেয়েমিতে বিশ্বাস করে না, তাই তো নতুন প্রজন্ম ঈদে নতুন নতুন পোশাক আর ফ্যাশন নিয়ে আবির্ভূত হচ্ছে। আগের দিনে গ্রাম-গঞ্জে যেভাবে ঈদ উৎসব পালন করা হতো এখন যদিও তেমনটি আর নেই, তবে ফুটবল খেলাটা এখনও অনেক জনপ্রিয় হয়ে আছে। কলাবাগান, ঢাকা থেকে
×