ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চোখের রোগ নির্ণয়ে...

প্রকাশিত: ০৩:৩৪, ১৬ আগস্ট ২০১৮

চোখের রোগ নির্ণয়ে...

নামকরা চোখের ডাক্তার যেভাবে নির্ভুলভাবে চোখ পরীক্ষা করতে পারেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করেও সেভাবে চোখের রোগ ধরা যাবে। লন্ডনের মুরফিল্ডস আই হসপিটাল এবং গুগলের একটি প্রতিষ্ঠান ডিপ মাইন্ড এ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে। তারা দেখেছে, মানুষের চোখের জটিল স্ক্যান আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স পড়তে বা বুঝতে পারে এবং ৫০টির মতো চোখের রোগ এভাবে শনাক্ত করা সম্ভব।।-বিবিসি ওজন কমানোর চ্যালেঞ্জ বিশ্বে স্থূলতার হারের দিক থেকে শীর্ষে থাকা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপদেশগুলোর নেতাদের ওজন কমানোর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন টোঙ্গার প্রধানমন্ত্রী আকিলিসি পোহিভা। তাদের বছরব্যাপী ওজন কমানোর এক প্রতিযোগিতায় নামার প্রস্তাব দিচ্ছেন তিনি। ছোট্ট দ্বীপদেশগুলোয় স্থূলতার হার না কমার জন্য দুঃখ প্রকাশ করে পোহিভা বলেন, ১৮ সদস্যের প্রশান্ত মহাসাগরীয় দ্বীপগুলোর ফোরামে আগামী সপ্তাহের বৈঠকেই তিনি নেতাদেরকে ওজন কমানোর ওই প্রতিযোগিতার প্রস্তাব দেবেন। কয়েকটি দ্বীপের জনগণের ৯০ শতাংশই স্থূল।-বিবিসি
×