ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইতালিতে সেতুর ধ্বংসাবশেষের নিচে তল্লাশি ॥ এখনও নিখোঁজ ১২

প্রকাশিত: ০৩:৩৪, ১৬ আগস্ট ২০১৮

ইতালিতে সেতুর ধ্বংসাবশেষের নিচে তল্লাশি ॥ এখনও নিখোঁজ ১২

ইতালির উত্তরাঞ্চলীয় বন্দর শহর জেনোয়ায় সেতু ধসে পড়ার পর ধ্বংসস্তূপের নিচে জীবিত কেউ আটকা পড়ে আছেন কি না বা আরও কোন লাশ আছে কি না, সারারাত ধরে দমকল কর্মীরা তা খুঁজে দেখছেন। পুলিশ জানিয়েছে সেতু ধসের ঘটনায় তিন শিশুসহ অন্তত ৩৭ জন নিহত ও আহত হয়েছেন ১৬। এখনও পর্যন্ত এ ঘটনায় ১২ জন নিখোঁজ রয়েছেন বলে বুধবার সকালে পুলিশ জানায়। খবর বিবিসির। জেনোয়া পুলিশের এক মুখপাত্র বলেছেন, সরকারীভাবে নিহতের সর্বশেষ সংখ্যা হলো ৩৭। তবে এ সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকের এ ঘটনায় অন্তত ২৬ জন নিহত হয়েছে বলে এর আগে সরকারীভাবে জানানো হয়েছিল। সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে তখনই জানিয়েছিলেন ইতালির প্রধানমন্ত্রী জুসেপে কন্তে। বার্তা সংস্থা এএনএসএর প্রতিবেদনেও দমকল সূত্রের উদ্ধৃতি দিয়ে নিহতের সংখ্যা বেড়ে প্রায় ৩৫ জনে দাঁড়াতে পারে বলে বলা হয়েছিল। ওই ঘটনায় প্রবল বৃষ্টির মধ্যে একটি টাওয়ারসহ সেতুটির ৪৫ মিটার উঁচু একটি অংশ ধসে পড়ে। ওই সময় সেতুর এই অংশটিতে প্রায় ৩০ থেকে ৩৫টি গাড়ি ও তিনটি ভারি যান ছিল। বিশাল বিশাল কংক্রিটের স্লাব দুটি গুদাম, ট্রেন লাইন ও একটি নদী খাতের ওপর ধসে পড়ে। মেক্সিকোয় কংগ্রেসের নবনির্বাচিত নারী সদস্য অপহৃত মেক্সিকো-কংগ্রেসের এক নবনির্বাচিত নারী সদস্যকে মঙ্গলবার আগ্নেয়াস্ত্রের মুখে অপহরণ করা হয়েছে। ১ জুলাই অনুষ্ঠিত নির্বাচনকে কেন্দ্র করে সহিংস ঘটনাগুলোর মধ্যে এটা সাম্প্রতিক ঘটনা। এক কর্মকর্তা এ কথা বলেছেন। দেশের ইতিহাসে নির্বাচনটি ছিল সবচেয়ে রক্তক্ষয়ী। কংগ্রেস সদস্য আজুসেনা রড্রিগুয়েজ জামোরা এক মহাসড়ক দিয়ে গাড়ি চালিয়ে পার্শ্ববর্তী রাজ্য হাইডোলগো যাচ্ছিলেন। বন্দুকধারীরা তখন অন্য একটি গাড়ি থেকে তার গাড়ি লক্ষ্য করে গুলি বর্ষণ করে। পরিচয় প্রকাশ না করার শর্তে এক পুলিশ সূত্র এ কথা বলেন। রড্রিগুয়েজ পূর্বাঞ্চলীয় ভেরাক্রু রাজ্যে কংগ্রেসের নিম্নপরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হন। -খবর এএফপির।
×