ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

উ. কোরিয়ার সঙ্গে সড়ক ও রেল যোগাযোগ স্থাপনের প্রস্তাব দক্ষিণের

প্রকাশিত: ০৩:৩১, ১৬ আগস্ট ২০১৮

উ. কোরিয়ার সঙ্গে সড়ক ও রেল যোগাযোগ স্থাপনের প্রস্তাব দক্ষিণের

দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট তার দেশ ও উত্তর কোরিয়ার মধ্যে এ বছরের শেষ নাগাদ সড়ক ও রেল যোগাযোগ স্থাপনের জন্য আহ্বান জানিয়েছেন। খবর গার্ডিয়ান অনলাইনের। প্রেসিডেন্ট মুন জায়ে-ইন দুই কোরিয়া ও অন্য ৪টি দেশের মধ্যে একটি উত্তরপূর্ব এশীয়; নর্থইস্ট এশিয়ান রেল রোড কমিউনিটি প্রতিষ্ঠার প্রস্তাব দেন। কোরীয় উপদ্বীপে জাপানী ঔপনিবেশিক শাসন অবসানের ৭৩তম বার্ষিকীতে এক ভাষণে তিনি প্রস্তাবটি দেন। প্রেসিডেন্টের অফিস থেকে পরে বলা হয়, অন্য অংশীদাররা হচ্ছে চীন, রাশিয়া, জাপান ও মঙ্গোলিয়া। তারপরও পরমাণু কর্মসূচীকে কেন্দ্র করে উত্তর কোরিয়ার ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকায় প্রস্তাবটির বাস্তবায়ন জটিল হয়ে পড়বে। মুন এ প্রসঙ্গে মডেল হিসেবে ইউরোপীয় ইউনিয়নের উল্লেখ করে বলেন, সেখানেও বাণিজ্যিক ও রাজনৈতিক ব্লক একটি ইস্পাত ও কয়লা ব্যবসা সম্প্রদায় গড়ে তুলেছে। তিনি এ কথাও বলেন, সম্পর্ক বৃদ্ধি ও সম্ভাব্য অর্থনৈতিক সহযোগিতা পরমাণু নিরস্ত্রীকরণে ভূমিকা রাখতে পারে। মুন বলেন, রাজনৈতিক সংযুক্তি দীর্ঘ সময়ের প্রয়োজন হলেও দক্ষিণ ও উত্তর কোরিয়ার মধ্যে শান্তি প্রতিষ্ঠা পরস্পরের মধ্যে অবাধ যাতায়াত সুযোগ তৈরি ও একটি যৌথ অর্থনৈতিক সম্প্রদায় প্রতিষ্ঠা আমাদের জন্য এক সত্যিকার মুক্তি নিয়ে আসবে। তিনি বলেন, এ সম্প্রদায় আমাদের অর্থনৈতিক এলাকা সম্প্রসারণের মাধ্যমে মহাদেশের উত্তরাঞ্চলে একটি জ্বালানি ব্লক ও অর্থনৈতিক ব্লককে নেতৃত্ব দেবে এবং এশিয়ার উত্তর-পূর্বাঞ্চলে সহাবস্থান ও সমৃদ্ধি গড়ে তোলার ভিত্তি হিসেবে কাজ করবে।
×