ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্বপ্নদলের ‘নাট্যাচার্য সেলিম আল দীন জন্মোৎসব-২০১৮’

প্রকাশিত: ০৩:২৫, ১৬ আগস্ট ২০১৮

স্বপ্নদলের ‘নাট্যাচার্য সেলিম আল দীন জন্মোৎসব-২০১৮’

স্টাফ রিপোর্টার ॥ ‘সেলিম আল দীন সতত অনিবার্য রয়, বাঙলা নাট্যের শিল্পসুধা বিশ^ করবে জয়’Ñ এ স্লোগান নিয়ে অনন্যসাধারণ বাঙালী নাট্যবিদ নাট্যাচার্য সেলিম আল দীনের ৬৯তম জন্মবার্ষিকী স্মরণে নাট্যসংগঠন স্বপ্নদল আগামী ১৭-১৮ আগস্ট শুক্র ও শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী ‘নাট্যাচার্য সেলিম আল দীন জন্মোৎসব-২০১৮’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেছে। নাট্যাচার্যকে নিয়ে স্বপ্নদলের নিয়মিত উৎসবের ১৮তম এবারের আসর ঈদের কারণে কিছুটা সংক্ষিপ্তরূপে সাজানো হয়েছে। এতে স্বপ্নদলের নাট্যপ্রযোজনা ‘ত্রিংশ শতাব্দী’ ও ‘হরগজ’ মঞ্চায়নসহ থাকবে আলোচনা অনুষ্ঠান, সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ, নাট্যাচার্যের প্রতিকৃতি এবং নাট্যসংলাপ দিয়ে শিল্পকলার চত্বর সজ্জা প্রভৃতি। এর মধ্যে ১৭ আগস্ট শুক্রবার সন্ধ্যা সাড়ে ছ’টায় স্টুডিও থিয়েটারে নাট্যাচার্য সেলিম আল দীনের জীবন-কর্ম-দর্শন নিয়ে আলোচনাসহ উৎসবের উদ্বোধন করবেন নাট্যজন মঞ্চসারথি আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক এবং বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউিটের প্রধান নির্বাহী মোঃ রফিকুজ্জামান এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল নাট্যজন কামাল বায়েজীদ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখবেন স্বপ্নদলের প্রধান সম্পাদক জাহিদ রিপন। পরে সন্ধ্যা সাতটায় মঞ্চায়িত হবে স্বপ্নদল প্রযোজনা বাদল সরকারের মূল রচনা অবলম্বনে জাহিদ রিপন কর্তৃক রূপান্তর ও নির্দেশনাকৃত যুদ্ধবিরোধী গবেষণাগার প্রযোজনা ‘ত্রিংশ শতাব্দী’। দ্বিতীয় দিন নাট্যাচার্যের জন্মদিবস ১৮ আগস্ট শনিবার সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা থেকে বাসযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাত্রা এবং ক্যাম্পাসের পুরাতন কলাভবন থেকে নাট্যাচার্যের সমাধি অভিমুখে স্মরণ-শোভাযাত্রা ও পুষ্পাঞ্জলি অর্পণ করবে স্বপ্নদল। এরপর সন্ধ্যা সাতটায় এক্সপেরিমেন্টাল থিয়েটারে রয়েছে স্বপ্নদল প্রযোজনা জাহিদ রিপনের নির্দেশনায় নাট্যাচার্য সেলিম আল দীন-এর কালজয়ী সৃষ্টি ‘হরগজ’ নাটকের মঞ্চায়ন। প্রসঙ্গত, পৃথিবীর ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে জাপানের হিরোশিমা-নাগাসাকির আণবিক বোমা বিস্ফোরণের অপ্রত্যাশিত পরিণতি এবং পরবর্তী যুদ্ধসমূহ নিয়ে দেশ-বিদেশে প্রশংসিত স্বপ্নদলের ‘ত্রিংশ শতাব্দী’ প্রযোজনাটি নির্মিত হয়েছে। অন্যদিকে, ১৯৮৯ সালে মানিকগঞ্জের হরগজে প্রলয়ঙ্কারি টর্নেডোর অভিজ্ঞতা নিয়ে সেলিম আল দীন রচিত অভূতপূর্ব ‘হরগজ’ নাটকটি প্রায়-আণবিক বিস্ফোরণতুল্য ওই ঝড়ের পরে প্রথম-উদ্ধারকারী দলের ভাঙ্গাভুবনের রূপক হরগজে গমন এবং আকৃতির জগৎ থেকে তাদের হঠাৎ নিরাকৃতির জগতে উপস্থিত হওয়ার প্রতিক্রিয়া ও পরিণতি নিয়ে আবর্তিত। স্বপ্নদলের ‘ত্রিংশ শতাব্দী’ এবং ‘হরগজ’।
×