ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জিজ্ঞাসাবাদের পর ঢাবি শিক্ষার্থী ইমিকে ছেড়ে দিল ডিবি

প্রকাশিত: ০৮:২৩, ১৫ আগস্ট ২০১৮

জিজ্ঞাসাবাদের পর ঢাবি শিক্ষার্থী ইমিকে ছেড়ে দিল ডিবি

বিডিনিউজ ॥ গুজব ছড়ানোর অভিযোগে আটক করে জিজ্ঞাসাবাদের পর পুলিশ ছেড়ে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শেখ তাসনিম আফরোজ ইমিকে। মঙ্গলবার রাত ৮টার পর শামসুন্নাহার হলের সামনে থেকে ইমিকে ধরে নিয়ে যায় ডিবি পুলিশের একটি দল। রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বলেন, ‘মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়ার সিদ্ধান্ত হয়েছে।’ এরপর বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী প্রক্টর ও একজন হাউস টিউটরের জিম্মায় ছেড়ে দেয়া হয় ইমিকে। সমাজ বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর পর্বের শিক্ষার্থী ইমি শামসুন্নাহার হলে থাকেন। কোটা সংস্কার দাবির আন্দোলনে সক্রিয় ইমি নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের পক্ষেও সোশ্যাল মিডিয়ায় সোচ্চার ছিলেন।
×