ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

একমাত্র টি২০-তে শ্রীলঙ্কা হারাল প্রোটিয়াদের

প্রকাশিত: ০৮:০২, ১৫ আগস্ট ২০১৮

একমাত্র টি২০-তে শ্রীলঙ্কা হারাল প্রোটিয়াদের

স্পোর্টস রিপোর্টার ॥ মঙ্গলবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত একমাত্র টি২০ ম্যাচে সফরকারী দক্ষিণ আফ্রিকাকে ৩ উইকেটে হারিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। তবে এতেই ম্যাচের আসল চিত্র ফুটে ওঠে না। আগে ব্যাট করে বোলারদের দাপটে ১৬.৪ ওভারে মাত্র ৯৮ রানে গুটিয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। সেই রান তাড়া করতে নেমে হিমশিম খেয়ে যায় লঙ্কানরা। শেষ পর্যন্ত ১৬ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে ৯৯ রান তুলে বিজয় ছিনিয়ে নেয় তারা। টস জিতে আগে ব্যাটিংয়ে নামে দক্ষিণ আফ্রিকা। ইনিংসের দ্বিতীয় ওভারে হাশিম আমলার (০) বিদায়ের মাধ্যমে প্রোটিয়াদের বিপর্যয় শুরু হয়। দুই প্রান্তে দুই ধনঞ্জয়া- আকিলা ও ডি সিলভার তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারায় সফরকারীরা। পরে লক্ষণ সান্দাকানের ঘূর্ণিতে ২০ বল বাকি থাকতেই মাত্র ৯৮ রানে শেষ হয় দক্ষিণ আফ্রিকার ইনিংস। ওপেনার কুইন্টন ডি কক ১১ বলে ৪ চারে সর্বোচ্চ ২০, রিজা হেনড্রিকস ১৯ ও হেনরিক ক্লাসেন ১৮ রান করেন। আকিলা ও ডি সিলভা ২টি করে এবং সান্দাকান ৩টি উইকেট নেন। জবাব দিতে নেমে ৬ রানে ২ উইকেট হারালেও তৃতীয় উইকেটে ৫৩ রানের জুটি গড়ে লঙ্কানদের জয়ের ভিত গড়ে দেন দিনেশ চান্দিমাল ও ডি সিলভা। ২৬ বলে ৪ চার, ২ ছক্কায় ৩১ রান করে ডি সিলভা সাজঘরে ফেরার পর মড়ক লাগে লঙ্কান ইনিংসে। তবে চান্দিমাল শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৩৩ বলে ৩ চার, ১ ছক্কায় ৩৬ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। এছাড়া দাসুন শানাকা ১৬ বলে ১৬ রানের কার্যকর ইনিংস খেলেন। ৪ ওভার হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে শ্রীলঙ্কা। দুটি করে উইকেট নেন কাগিসো রাবাদা, তাবরেজ শামসি ও জুনিয়র ডালা। সংক্ষিপ্ত স্কোর ॥ দক্ষিণ আফ্রিকা ইনিংস- ৯৮/১০; ১৬.৪ ওভার (কক ২০, হেনড্রিকস ১৯, ক্লাসেন ১৮; সান্দাকান ৩/১৯, আকিলা ২/১৫, ডি সিলভা ২/২২)। শ্রীলঙ্কা ইনিংস- ৯৯/৭; ১৬ ওভার (চান্দিমাল ৩৬*, ডি সিলভা ৩১, শানাকা ১৬; ডালা ২/২২, রাবাদা ২/২৪, শামসি ২/২৬)। ফল ॥ শ্রীলঙ্কা ৩ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ ধনঞ্জয়া ডি সিলভা (শ্রীলঙ্কা)।
×