ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কোহলিকে হঠালেন নিষিদ্ধ স্মিথ

প্রকাশিত: ০৭:০৩, ১৫ আগস্ট ২০১৮

কোহলিকে হঠালেন নিষিদ্ধ স্মিথ

স্পোর্টস রিপোর্টার ॥ এজবাস্টনে দল হারলেও দুরন্ত ব্যাটিংয়ে গ্রেট শচীন টেন্ডুলকরের পর কোন ভারতীয় হিসেবে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় এক নম্বরে উঠে এসেছিলেন বিরাট কোহলি। তিনি পেছনে ফেলেছিলেন বহুল আলোচিত বল টেম্পারিংয়ের কারণে নিষিদ্ধ স্টিভেন স্মিথকে। লর্ডসে মাত্র আড়াই দিনে ইনিংস ব্যবধানে হেরে পাঁচ টেস্টের সিরিজে ২-০ তে পিছিয়ে পড়েছে ভারত। আর এক ম্যাচের ব্যবধানেই নিষিদ্ধ অসি-তারকার কাছে শীর্ষস্থান হারিয়েছেন ব্যাট হাতে ব্যর্থ অধিনায়ক কোহলি। প্রথম টেস্টে ১৪৯ ও ৫১ রান করেন বিরাট কোহলি। তাতে তার রেটিং পয়েন্ট বাড়ে। সেই রেটিং পয়েন্টে ভর করে স্টিভেন স্মিথকে পেছনে ফেলে টেস্ট ক্রিকেটের ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে উঠেছিলেন কোহলি। তবে বেশিদিন শীর্ষস্থান ধরে রাখতে পারলেন না। রবিবার শেষ হওয়া দ্বিতীয় টেস্টের পরই তার র‌্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে। তাতে গেল মার্চ থেকে না খেলেও টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন অস্ট্রেলিয়ার নিষিদ্ধ ক্রিকেটার স্টিভেন স্মিথ। প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়ে ২০০ রান করলেও দ্বিতীয় টেস্টে সাকুল্যে কোহলি করেছেন ৪০! তাতে তার রেটিং পয়েন্ট কমেছে। ৯১৯ রেটিং পয়েন্ট নিয়ে কোহলি র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছেন। আর ৯২৯ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরেছেন স্মিথ। আধুনিক সময়ের সেরা ব্যাটসম্যান হিসেবে দ্বৈথটা যাদের মধ্যে সেখানে জো রুট আছেন তিন নম্বরে। ইংল্যন্ড অধিনায়কের রেটিং পয়েন্ট ৮৫১। জনি বেয়ারস্টো দ্বিতীয় টেস্টে ৯৩ রানের ইনিংস খেলে নবম স্থানে উঠে এসেছেন। এদিকে ইংল্যান্ডের পেসার জেমস এ্যান্ডারসন বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষেই অবস্থান করছেন।
×