ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সেরেনার দাপুটে জয়

প্রকাশিত: ০৭:০২, ১৫ আগস্ট ২০১৮

 সেরেনার দাপুটে জয়

স্পোর্টস রিপোর্টার ॥ চলতি মাসের প্রথম দিনেই স্যান জোসের টুর্নামেন্ট থেকে প্রথম ম্যাচেই বাজেভাবে হেরেছিলেন। ব্রিটিশ তরুণী জোহানা কন্টার কাছে সরাসরি সেটে হেরে বিদায় নেয়ার পর ২৩ গ্র্যান্ডস্লাম জয়ী সেরেনা উইলিয়ামস এবার মন্ট্রিয়ালের টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেন। তবে সেই সেরেনা আবার ফিরেছেন প্রতিযোগিতায়। সিনসিনাটি মাস্টার্সে প্রথম রাউন্ডেই দাপটের সঙ্গে জয় তুলে নিয়ে উঠে গেছেন দ্বিতীয় রাউন্ডে। তিনি দারিয়া গ্যাভ্রিলোভাকে ৬-১, ৬-২ সেটে হারিয়েছেন। আর কন্টা বিদায় নিয়েছেন প্রথম ম্যাচেই আরিয়ানা সাবালেঙ্কার কাছে হেরে। এছাড়া প্রথম রাউন্ড থেকেই বিদায় ঘণ্টা বেজেছে ১১ নম্বর বাছাই জেলেন্টা অস্টাপেঙ্কো ও ১০ নম্বর বাছাই জুলিয়া জর্জেসের। পুরুষ এককে জয় পেয়েছেন নোভাক জোকোভিচ, স্টানিসলাস ওয়ারিঙ্কা। কিন্তু হেরে গেছেন ব্রিটিশ তারকা এ্যান্ডি মারে। স্যান জোসেতে ম্যাচে মাত্র ৫১ মিনিট টিকতে পেরেছিলেন সেরেনা। তাকে ৬-১, ৬-০ সেটে বিধ্বস্ত করেছিলেন কন্টা। গত জানুয়ারিতে কোর্টে ফিরে আসার পর থেকেই ৩৬ বছর বয়সী সেরেনার নৈপুণ্যে ধারাবাহিকতা নেই। সাবেক বিশ্বসেরা সেরেনা গত বছর সেপ্টেম্বরে প্রথম সন্তানের জননী হয়েছেন। এরপর নিজেকে ফিরে পাওয়ার লড়াইয়ে নেমেছেন তিনি। এ বছর উইম্বলডনের ফাইনালেও উঠেছিলেন, কিন্তু জার্মানির এ্যাঞ্জেলিক কারবারের কাছে হেরে যান। কিন্তু আবারও পুরনো রূপে ফিরে এসেছেন সেটার প্রমাণ ঠিকই দিয়েছেন উইম্বলডনে। তবে স্যান জোসেতে প্রথম রাউন্ডেই কন্টার কাছে বাজেভাবে হেরে যাওয়াতে কিছুটা হতোদ্যম হয়ে পড়েছিলেন। তাই মন্ট্রিয়াল মাস্টার্সে অংশ নেননি। আবারও কোর্টে ফিরেছেন ইউএস ওপেনের আগে নিজেকে ঝালিয়ে নিতে। সিনসিনাটিতে সেই প্রস্তুতির শুরুটা দাপটের সঙ্গেই হয়েছে তার। অস্ট্রেলিয়ান তারকা গ্যাভ্রিলোভাকে কোন পাত্তাই দেননি। ৬-১, ৬-২ সেটে হারিয়েছেন। এই আসরে এটি সেরেনার টানা ১১তম সরাসরি সেটের জয়। সেরেনা তার প্রতিক্রিয়ায় বলেন, ‘আমি বেশ ভাল বোধ করছি। তবে স্কোরলাইন যেমনই হোক, ম্যাচটা আমার জন্য সহজ ছিল না। প্রথম ব্রেক পয়েন্ট জেতার পর নিজেকে অনেক ভারমুক্ত মনে হয়েছে। কিন্তু সেটা ধরে রেখে এগিয়ে যাওয়াটা জরুরী ছিল।’
×