ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলাদেশ ০-৩ উজবেকিস্তান

এশিয়ান গেমসে ফুটবলে হার দিয়ে শুরু বাংলাদেশের

প্রকাশিত: ০৭:০১, ১৫ আগস্ট ২০১৮

 এশিয়ান গেমসে ফুটবলে হার দিয়ে শুরু বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার ॥ মেয়েদের ফুটবলে বাংলাদেশ যখন রীতিমতো উড়ছে, তখন ছেলেদের ফুটবলে বাংলাদেশ ক্রমেই নিচে নামছে! তারই প্রমাণ মিলল মঙ্গলবার ইন্দোনেশিয়ার এশিয়ান গেমসেও। অ-২৩ দলের মোড়কে গড়া বাংলাদেশ যুব ফুটবল দল ৩-০ গোলে হেরেছে উজবেকিস্তান যুবদলের কাছে। এই আসরের মূলপর্ব আগামী ১৮ আগস্ট থেকে শুরু হবে। তবে ফুটবল ইভেন্ট আগেই শুরু হয়েছে। এই আসরে বাছাইপর্বে ‘বি’ গ্রুপে আছে বাংলাদেশ। উজবেকিস্তান ছাড়া গ্রুপের বাকি দুই দল থাইল্যান্ড ও কাতার। প্রথম ম্যাচ হারায় মূলপর্বে যাওয়া বেশ কঠিনই হয়ে গেল বাংলাদেশের জন্য। জেমি ডের শিষ্যদের দ্বিতীয় ম্যাচ থাইল্যান্ডের বিপক্ষে, ১৬ আগস্ট। মঙ্গলবার পাকানসারি স্টেডিয়ামে প্রথমার্ধের ২২ মিনিট পর্যন্ত প্রতিপক্ষকে আটকে রাখতে পেরেছিল বাংলাদেশ। ২৩ মিনিটে মিডফিল্ডার ইকরোমোজন আলিবায়েভের ক্রস হেডে গোলে রূপান্তর করেন উজবেক অধিনায়ক যাবিখিল্লো উরিনবোয়েভ। দ্বিতীয়ার্ধে আরও দুই গোল হজম করে বাংলাদেশ। ৫৭ মিনিটে ডি বক্সের বাইরে থেকে গোলরক্ষক আশরাফুল ইসলাম রানাকে পরাস্ত করেন দোস্তনবেক খামদামোভ। ৬৬ মিনিটে উজেবিকস্তানের তৃতীয় গোলটি করেন আলিবায়েভেব ইকরমজন। এশিয়ান গেমস ফুটবলে উজবেকিস্তানের কাছে হারের হ্যাটট্রিক করল বাংলাদেশ! ২০১০ সালে গুয়াংজু, ২০১৪ সালে ইনচনের পর এবার হারল জাকার্তা এশিয়ান গেমসে। মজার ব্যাপারÑ আগের দুই আসরেও একই ব্যবধানে হেরেছিল বাংলাদেশ! বাংলাদেশ এই ম্যাচে আরও বড় ব্যবধানে হারতে পারত। কিন্তু গোলপোস্টের নিচে আশরাফুল ইসলাম রানা চমৎকার পারফর্মেন্স না করলে আরও বড় ব্যবধানে হারত লাল-সবুজরা। রানা একাই সাতটি নিশ্চিত গোল বাঁচান। এ ম্যাচ দিয়েই বাংলাদেশের ডাগআউটে আন্তর্জাতিক অভিষেক হলো ব্রিটিশ কোচ জেমি ডের। হার দিয়েই শুরুটা হলো তার। যদিও গেমসের আগে তার অধীনে ৫টি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর ২টিতে জয়, ২টিতে ড্র এবং একটিতে হারে বাংলাদেশ। এশিয়ান গেমসের আগে বাংলাদেশ প্রথমে কাতার ও পরে দক্ষিণ কোরিয়ায় কন্ডিশনিং ক্যাম্প করে। শুরু থেকেই বাংলাদেশকে চেপে ধরে উজবেকিস্তান। প্রথম ২০ মিনিটে উজবেকদের বল পজেশন ছিল ৯২ শতাংশ, বাংলাদেশ মাত্র ৮ শতাংশ! ১৯৯৪ সালে হিরোশিমা এশিয়ান গেমসের স্বর্ণজয়ী উজবেকিস্তান বৃষ্টির মতো বাংলাদেশের গোলপোস্টে আক্রমণ শাণায়। এতে দিশেহারা হয়ে পড়ে বাংলাদেশ। বাংলাদেশ দল ॥ আশরাফুল ইসলাম রানা, রহমত মিয়া (সুশান্ত ত্রিপুরা), বিশ্বনাথ ঘোষ, জামাল ভূঁইয়া, টুটুল হোসেন বাদশা, তপু বর্মণ, মাহবুবুর রহমান সুফিল (জাফর ইকবাল), আতিকুর রহমান ফাহাদ (আবদুল্লাহ), সাদ উদ্দিন, মাসুক মিয়া জনি এবং বিপুল আহমেদ।
×