ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উয়েফা সুপার কাপ, এস্তোনিয়ায় মাদ্রিদ ডার্বিতে আজ রাতে মুখোমুখি হচ্ছে দুই স্প্যানিশ পরাশক্তি, আগের মৌসুমের চ্যাম্পিয়ন্স লীগ ও ইউরোপা লীগ জয়ী হিসেবে খেলছে দু’দল

রিয়াল মাদ্রিদ-এ্যাটলেটিকো মাদ্রিদ শিরোপা লড়াই

প্রকাশিত: ০৭:০১, ১৫ আগস্ট ২০১৮

  রিয়াল মাদ্রিদ-এ্যাটলেটিকো মাদ্রিদ শিরোপা লড়াই

স্পোর্টস রিপোর্টার ॥ নতুন মৌসুমে প্রথমবারের মতো বড় ম্যাচে মাঠে নামতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ পরাশক্তিরা এবার দলের সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ছাড়াই মিশন শুরু করতে যাচ্ছে। শুধু তাই নয়, টানা তিন চ্যাম্পিয়ন্স লীগ জেতানো কোচ জিনেদিন জিদানও চাকরি ছেড়ে চলে গেছেন। এমন অবস্থায় নতুন মৌসুমে কঠিন চ্যালেঞ্জই অপেক্ষা করছে গ্যালাক্টিকোদের। যার শুরুটা হচ্ছে নগর প্রতিদ্বন্দ্বী এ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে। আজ রাতে উয়েফা সুপার কাপের শিরোপা নির্ধারণী ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে স্পেনের দুই নগর প্রতিদ্বন্দ্বী। দু’দলই ট্রফি জিতে আত্মবিশ্বাসের কথা শুনিয়েছে। ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা আয়োজন করে থাকে এই আসর। এবার সুপার কাপের ৪৩তম আসর। প্রতিবছর আসরটি মূলত উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ও উয়েফা ইউরোপা লীগের বিজয়ী দলের মধ্যে হয়ে থাকে। ২০১৭-১৮ মৌসুমে চ্যাম্পিয়ন্স লীগে চ্যাম্পিয়ন রিয়াল। আর ইউরোপা লীগের বিজয়ী এ্যাটলেটিকো। দল দুটি তাই সুপার কাপে মুখোমুখি। এবারের ম্যাচটি অনুষ্ঠিত হবে এস্তোনিয়ার শহর তাল্লিনের এলে কক এ্যারানায়। এই ম্যাচের মধ্য দিয়ে নতুন একটি নিয়ম শুরু করতে যাচ্ছে উয়েফা। গত মার্চে উয়েফা ঘোষণা করে অতিরিক্ত সময়ে চতুর্থ বদলি খেলোয়াড় নামানো যাবে। আগে সর্বোচ্চ তিনজনই বদলানো যেত। এবার পঞ্চমবারের মতো অল-স্পেন ফাইনাল হতে যাচ্ছে। আর গত ৫ আসরের মধ্যে ৪র্থ। তবে এই প্রথম একই শহরের দুই দল মুখোমুখি হচ্ছে। রিয়াল মাদ্রিদ এই আসর জিতলে যৌথভাবে সর্বোচ্চ ৫ ও একটানা তিন আসর জেতার কৃতিত্ব দেখাবে। অপরদিকে এ্যাটলেটিকো মাদ্রিদ জিতলে তাদের তিনটি শিরোপা হবে। ইউরোপীয় আসরে এটি দশম মাদ্রিদ ডার্বি। এর আগের নয় ম্যাচে রিয়াল মাদ্রিদ জিতেছে ৫টি, এ্যাটলেটিকো মাদ্রিদ ২টি। বাকি ২ ম্যাচ ড্র হয়। রোনাল্ডোকে ছাড়া ম্যাচটি রিয়ালের জন্য পরীক্ষার। ইতোমধ্যে গ্যারেথ বেল সি আর সেভেনের অভাব পূরণের ইঙ্গিত দিয়েছেন। কিন্তু এ্যাটলেটিকোর বিরুক্ষে ম্যাচেই বোঝা যাবে গ্যালাক্টিকোদের আসল শক্তি। সি আর সেভেনের বিদায়ে ভেঙেছে রিয়াল ভক্তের হৃদয়, ভেঙেছে রিয়ালের ঐতিহাসিক বিবিসি (বেনজেমা-বেল-ক্রিশ্চিয়ানো) ত্রয়ীও। রোনাল্ডোকে ছাড়া ত্রয়ীর বাকি দুজন করিম বেনজেমা ও গ্যারেথ বেল কতটা কার্যকরী হবেন সেটাই ছিল বিশাল প্রশ্ন। জুলেন লোপেতেগি কোচ হয়ে সবার আগে ঠিক করেছেন রিয়ালের আক্রমণভাগ। ‘সি’র জায়গায় ‘এ’ যোগ করে নতুন করে গড়েছেন ত্রয়ী। অর্থাৎ ক্রিশ্চিয়ানোর পদে মার্কো এ্যাসেনসিও যোগ হয়ে বিবিসি এখন হয়ে গেছে বিবিএ গ্রীষ্মকালীন দল বদলে বড় কোন নাম যোগ করতে পারেনি রিয়াল। তাই বাধ্য হয়ে পুরনোদের মধ্য থেকেই রোনাল্ডোর বিকল্প খুঁজে বের করতে হয়েছে লোপেতেগিকে। আগের মৌসুমে ভিনিসিয়াস জুনিয়রকে কিনে রাখলেও নতুন মৌসুম থেকেই তাকে নামাতে পারবেন রিয়াল কোচ। ভিনিসিয়াস এসি মিলানের বিপক্ষে ঝলক দেখালেও লোপেতেগি শুরুর একাদশে থাকতে পারে বিবিএর প্রাধান্যই। রোনাল্ডোর অনুপস্থিতিতে আক্রমণ সামলাতে অভিজ্ঞদের উপরই ভরসা রাখতে চান লস ব্লাঙ্কোস কোচ। সঙ্গে এ্যাসেনসিওর সহজাত আগ্রাসন বেশ মনে ধরেছে তার। স্পেনের কোচ থাকাকালীন এ্যাসেনসিওকে নিয়মিত একাদশেই খেলিয়েছেন লোপেতেগি। রোনাল্ডো না থাকায় মাঠে অনেকখানি জায়গা জুড়ে খেলতে পারবেন বিবিএ ত্রয়ী। গোলের জন্য পর্তুগীজ তারকার উপর অতীতে যে ভরসাটুকু বরাদ্দ ছিল রিয়ালের, সেটা এখন কমে যাওয়ায় বেল-বেনজেমার খোলস ছেড়ে বেরিয়ে আসছেন। অন্তত প্রাক-প্রস্তুতি ম্যাচগুলোতে দেখা গেছে এমনই। এবার এ্যাটলেটিকোর বিপক্ষে আসল লড়াই তাদের। তবে এ্যাটলেটিকো কোচ দিয়াগো সিমিওনেও মুখিয়ে আছেন শিরোপাা জিততে। আর্জেন্টাইন এই কোচ আত্মবিশ্বাসী রিয়ালকে হারাতে।
×