ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সৌম্যের নৈপুণ্যে জিতল ‘এ’ দল

প্রকাশিত: ০৭:০০, ১৫ আগস্ট ২০১৮

 সৌম্যের নৈপুণ্যে জিতল ‘এ’ দল

স্পোর্টস রিপোর্টার ॥ সামনে থেকেই নেতৃত্ব দিলেন সৌম্য সরকার। আয়ারল্যান্ড ‘এ’ দলের তিন ম্যাচের টি২০ সিরিজের প্রথম টি২০তে সৌম্য সরকারের দুর্দান্ত ব্যাটিংয়ে জিতল বাংলাদেশ ‘এ’ দল। ওপেনার সৌম্যর ৫৭ রানের ইনিংসে ৪ উইকেটে জিতল বাংলাদেশ ‘এ’ দল। তাতে করে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়েও গেল সৌম্যবাহিনী। আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে মুমিনুল হকের নেতৃত্বে পাঁচ ম্যাচের আনঅফিসিয়াল ওয়ানডে সিরিজ ২-২ সমতায় শেষ করেছে বাংলাদেশ ‘এ’ দল। টি২০ সিরিজে জেতার আশা আছে। আয়ারল্যান্ডের ডাবলিনে প্রথম টি২০ ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা। ১৫২ রানের বেশি করতে পারেনি। সিমি সিংয়ের ৪১ রানে ২০ ওভারে এই রান করে আয়ারল্যান্ড ‘এ’ দল। শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন ২টি করে উইকেট নেন। জবাব দিতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৮ ওভারে ১৫৫ রান করে জিতে যায় বাংলাদেশ ‘এ’ দল। সৌম্যর অসাধারণ ব্যাটিংয়ের সঙ্গে নাজমুল হোসেন শান্ত ৩৮ ও আফিফ হোসেন ধ্রুব অপরাজিত ৩৫ রানের ইনিংস উপহার দেন। তাতেই সহজভাবেই জয় ধরা দেয়। ম্যাকব্রাইন ৩ উইকেট নেন। স্কোর ॥ আয়ারল্যান্ড ‘এ’ দল ইনিংস ॥ ১৫২/১০; ২০ ওভার (টমসন ২৮, পোর্টারফিল্ডার ১৪, বালবার্নি ৯, ম্যাকব্রাইন ১৫, সিমি ৪১, ও’ব্রায়েন ২১, টাকার ১১, ডকরেল ৬, কেন ২, ম্যাককার্থি ১*, চেইস ০; হাসান ১/৩১, আফিফ ১/১৬, শরিফুল ২/৩১, তাইজুল ২/৩৫, সাইফ ২/২১, সৌম্য ১/১৭)। বাংলাদেশ ‘এ’ দল ইনিংস ॥ ১৫৫/৬; ১৮ ওভার (জাকির ০, সৌম্য ৫৭, শান্ত ৩৮, মিঠুন ৮, আল আমিন জুনিয়র ৫, আফিফ ৩৫*, মিজানুর ২, সাইফ ৪*; ম্যাকব্রাইন ৩/২৩, কেন ০/২৮, সিমি ০/১২, চেইস ২/২৯ ডকরেল ০/২৯, ম্যাককার্থি ০/৩৪)। ফল ॥ বাংলাদেশ ‘এ’ দল ৪ উইকেটে জয়ী। সিরিজ ॥ তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে বাংলাদেশ ‘এ’ দল।
×