ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নতুন মুখ শরিফুল, খালেদ ও রাব্বি, রাখা হয়েছে সাকিবকেও

এশিয়া কাপের প্রাথমিক দল

প্রকাশিত: ০৬:৫৯, ১৫ আগস্ট ২০১৮

এশিয়া কাপের প্রাথমিক দল

স্পোর্টস রিপোর্টার ॥ এবার এশিয়া কাপ শুরু হবে ১৫ সেপ্টেম্বর। শেষ হবে ২৮ সেপ্টেম্বর। সংযুক্ত আরব আমিরাতে হবে এশিয়া কাপ। এ এশিয়া কাপের জন্য মঙ্গলবার ৩১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে আছেন সাকিব আল হাসান। ঘোষিত দলে নতুন তিন মুখ রয়েছে। তারা হলেনÑ বামহাতি পেসার শরিফুল ইসলাম, ডানহাতি পেসার সৈয়দ খালেদ আহমেদ ও স্পিন অলরাউন্ডার ফজলে মাহমুদ রাব্বি। ঘোষিত দলের ক্রিকেটারদের ঈদের পর ২৭ আগস্ট মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সকাল ৯টায় রিপোর্ট করতে বলা হয়েছে। এশিয়া কাপের আগে যদি চোটাক্রান্ত আঙ্গুলে অস্ত্রোপচার করান সাকিব, তাহলে টুর্নামেন্ট খেলতে পারবেন না। অস্ত্রোপচার না করালে খেলতে পারবেন। সেই সিদ্ধান্ত এখনও হয়নি। তাই সাকিবকে রেখেই এশিয়া কাপের প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে। দলটিতে আয়ারল্যান্ড সফরে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে লিস্ট ‘এ’ ম্যাচগুলোতে দুর্দান্ত নৈপুণ্য দেখানো শরিফুল, খালেদ ও রাব্বিকে রাখা হয়েছে। শরিফুল ৫ ম্যাচ খেলে ৭ উইকেট নিয়েছেন। খালেদ ৫ ম্যাচে সর্বোচ্চ ১০ উইকেট শিকার করেছেন। রাব্বি ব্যাট হাতে ৫ ম্যাচে ৪৫.৩৩ গড়ে ২টি হাফসেঞ্চুরিসহ ১৩৬ রান করেছেন। বল হাতে নিয়েছেন ৪ উইকেট। তাতে এশিয়া কাপের প্রাথমিক দলে ডাক পেয়েছেন তারা। ঘোষিত দলে আছেন ইনজুরিতে পরা নাজমুল ইসলাম অপুও। তিনি এশিয়া কাপ নিশ্চিতভাবেই খেলতে পারবেন না। তাও অপুকে রাখা হয়েছে। প্রাথমিক দলে সাকিব, শরিফুল, খালেদ, রাব্বি ও নাজমুল ছাড়াও রয়েছেন মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, মুশফিকুর রহীম, মাহমুদুল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন কুমার দাস, আবু হায়দার রনি, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, আরিফুল হক, আবু জায়েদ চৌধুরী রাহি, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, নাঈম হাসান, কামরুল ইসলাম রাব্বি, সৌম্য সরকার, ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, সাব্বির রহমান রুম্মন, সাইফউদ্দিন, মুমিনুল হক, নুরুল হাসান সোহান, মোঃ জাকির হাসান, সানজামুল ইসলাম ও মোঃ মিঠুন। প্রাথমিক দলে ডাক পাওয়া ক্রিকেটারদের মধ্যে আবু হায়দার রনি, নাজমুল ইসলাম অপু, আরিফুল হক, কামরুল ইসলাম রাব্বি, আবু জায়েদ রাহি, নাজমুল হোসেন শান্ত, নাঈম হাসান, জাকির হাসানরা এখন পর্যন্ত ওয়ানডে খেলারই সুযোগ পাননি। এবার এশিয়া কাপের প্রথম ম্যাচেই মাঠে নামবে বাংলাদেশ দল। প্রতিপক্ষ থাকবে শ্রীলঙ্কা। ম্যাচটি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। গ্রুপ পর্বে বাংলাদেশের আরেক প্রতিপক্ষ আফগানিস্তান। ২০ সেপ্টেম্বর আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানদের মুখোমুখি হবে বাংলাদেশ। দুটি গ্রুপ থাকছে। দুই গ্রুপে থাকা দলগুলো নিজেদের গ্রুপে পরস্পরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। এরপর হবে সুপারফোর। সুপারফোরে খেলার যোগ্যতা অর্জন করতে হলে গ্রুপের সেরা দুই দলের একটি হতে হবে। পয়েন্ট তালিকায় সেরা দুইয়ে থাকতে হবে। সুপারফোরে দুই গ্রুপ থেকে উঠে আসা চার দল আবার পরস্পরের বিপক্ষে লড়াই করবে। যে দুটি দল সুপারফোরে সেরা হবে, পয়েন্ট তালিকায় সেরা দুইয়ে থাকবে; তারাই ফাইনালে লড়াই করবে। শিরোপা নির্ধারণী ম্যাচে খেলবে। এশিয়ার সেরা হওয়ার লড়াইয়ে শিরোপা নির্ধারণী ম্যাচে সুপার ফোরের সেরা দুই দল ২৮ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে। প্রাথমিক দল ॥ মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, মুশফিকুর রহীম, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, সাব্বির রহমান রুম্মন, সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন কুমার দাস, আবু হায়দার রনি, নাজমুল ইসলাম অপু, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, নুরুল হাসান সোহান, রুবেল হোসেন, আরিফুল হক, আবু জায়েদ চৌধুরী রাহি, নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, নাঈম হাসান, কামরুল ইসলাম রাব্বি, সৈয়দ খালেদ আহমেদ, মোঃ জাকির হাসান, সানজামুল ইসলাম, মোঃ মিঠুন, ফজলে মাহমুদ রাব্বি।
×