ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

গাবতলীতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

প্রকাশিত: ০৬:৫৫, ১৫ আগস্ট ২০১৮

 গাবতলীতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

অর্থনৈতিক রিপোর্টার ॥ পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে রাজধানীতে সবচেয়ে বড় পশুরহাট বসে গাবতলীতে। ঈদের আর মাত্র নয় দিন বাকি। তাই হাটে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সোমবার সকালে রাজধানীর গাবতলীর পশুরহাট ঘুরে দেখা যায়, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। হাটের ভেতরের রাস্তা পরিষ্কার, পাবলিক টয়লেটের আশপাশে মাটি ফেলে তা ব্যবহার উপযোগীর জন্য কাজ করাসহ বসানো হচ্ছে অস্থায়ী মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। তৈরি হচ্ছে ইজারা কাউন্টারও। প্রস্তুত করা হচ্ছে গরু, ছাগল রাখার জায়গা। এদিকে হাটের পরিসর বড় করার কাজ শুরু হলেও মূল হাটের বাইরে ঈদের সময় পশু রাখার জায়গাগুলোতে এখন কিছু ট্রাক, কভার্ডভ্যান রয়েছে। তবে দুই/এক দিনের মধ্যে সব সরিয়ে ফেলা হবে বলে জানায় হাটের ইজারা নেয়া প্রতিষ্ঠান মেসার্স এইচ এন ব্রিকস। নির্দিষ্ট সময়ের আগেই পশুরহাট প্রস্তুত হবে জানিয়ে গাবতলী পশুরহাটের ইজারা প্রতিষ্ঠানের ম্যানেজার সানোয়ার হোসেন বলেন, ঈদ উপলক্ষে প্রতিবছরের মতো এবারও সব কাজ রুটিন অনুসারে করা হচ্ছে। আর সারা দেশ থেকে এখনও গরু আসা শুরু হয়নি। মূল হাটে এখনও গরু ওঠেনি। যাদের হাটের মধ্যে জায়গা আছে তারা এখন থেকেই গরু আনতে শুরু করেছে। আর যাদের জায়গা নেই তারা ঈদের চার/পাঁচ দিন আগে এসে ঈদ উপলক্ষে যে প্যান্ডেল করা হচ্ছে সেখানে পশু রাখবে। এ ছাড়া ব্যবসায়ীদের ইজারা দিতে যেন ভোগান্তি না হয় সে লক্ষ্যে এ বছর আমরা ১০টি কাউন্টার তৈরি করব। এ ছাড়া পুলিশ কন্ট্রোল রুম ও নজরদারি টাওয়ারও নির্মাণ হবে। তিনি বলেন, এবার ক্রেতাদের সহযোগিতার জন্য স্বেচ্ছাসেবক নিয়োগ দেয়া হবে। ব্যবসায়ী ও ক্রেতাদের নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি আমাদের স্বেচ্ছাসেবকরাও থাকবে।
×