ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চলতি অর্থবছর ৭-৮ বিলিয়ন ডলার বৈদেশিক বিনিয়োগ হবে

প্রকাশিত: ০৬:৫৫, ১৫ আগস্ট ২০১৮

চলতি অর্থবছর ৭-৮ বিলিয়ন ডলার বৈদেশিক বিনিয়োগ হবে

স্টাফ রিপোর্টার ॥ চলতি অর্থবছরে সরকার ৭ থেকে ৮ বিলিয়ন মার্কিন ডলার বিদেশি বিনিয়োগের (এফডিআই) আশা করছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, এমনিতে প্রতি অর্থবছওে গড়ে দুই বিলিয়ন ডলারের মতো এফডিআই আসে। চলতি অর্থবছরে আমাদের বেশ কয়েকটি বড় প্রকল্পের কাজ শেষ হবে। তাই এবার এফডিআই বাড়বে। সোমবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে চলতি অর্থবছরের এডিপির বাস্তবায়ন কৌশল নির্ধারণ, নতুন প্রকল্প নির্দিষ্টকরণ ও অনুমোদন সংক্রান্ত বিষয়ে আন্ত:মন্ত্রণালয় সভায় মন্ত্রী এসব কথা বলেন। সভায় নির্বাচনের আগে উন্নয়ন প্রকল্প দ্রুত অনুমাদনের জন্য সচিবদের তাগিদ দিয়েছেন পরিকল্পনামন্ত্রী। গভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, আগামী অক্টোবরের যে কোন সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি ছোট সরকার গঠন হবে। তখন শুধু রুটিন কাজ করা যাবে। কিন্তু নীতিনির্ধারণী কোন সিদ্ধান্ত নিতে পারবেনা সেই সরকার। এ জন্য নির্বাচনী সরকার গঠনের আগেই নতুন উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদেও তাগিদ দেয়া হয়েছে। বলা হয়েছে, শুধু প্রকল্পনিলেই হবে না। যে প্রকল্প বাস্তবায়নকরা সম্ভব হবে সেরকম প্রকল্পই নিতে হবে। তিনি আরও বলেন, যে কোন জাতীয় নির্বাচনের বছওে তার আগের ও পরের বছরের তুলনায় এডিপির বাস্তবায়ন কম হয়। এ অর্থবছর যাতে সেরকম কিছু না হয় সেজন্য সতর্ক থাকার নির্দেশনা দেয়া হয়েছে। এক্ষেত্রে বলা হয়েছে, দেশের টেকসই উন্নয়ন ধওে রাখতে হলে চলমান উন্নয়ন কাজের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। নির্বাচনএকটি স্বাভাবিক প্রক্রিয়া। এজন্য উন্নয়নকে বাধাগ্রস্থ করা যাবে না। মন্ত্রী বলেন, আমাদের অর্থনীতির আকার যে হাওে বড় হয়েছে, সে তুলনায় দেশে বিদেশী বিনিয়োগ আসেনি। তবে এবার যে রকম সাড়া পাওয়া গেছে এতে কওে ৭ থেক ৮ বিলিয়ন মার্কিন ডলারের বিদেশী বিনিয়োগহবে বলে আমরা ধারনা করছি।
×