ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বৃক্ষমেলার উদ্বোধন

প্রকাশিত: ০৬:৪৪, ১৫ আগস্ট ২০১৮

 বৃক্ষমেলার উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, কেশবপুর, ১৪ আগস্ট ॥ মঙ্গলবার কেশবপুরে চার দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা শুরু হয়েছে। স্থানীয় পাবলিক মাঠে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে অনুষ্ঠিত মেলা উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, আগস্ট মাস এলেই মনের ভেতর একটি অজনা ভয় দেখা দেয়। কারণ বঙ্গবন্ধুকে সপরিবারে এ মাসেই হত্যা করা হয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর এই আগস্ট মাসে হত্যার জন্য হামলা করা হয়েছে। আজ যে বৃক্ষমেলা উদ্বোধন করা হচ্ছে সেটা জাতির পিতা বঙ্গবন্ধুই প্রথম শুরু করেছিলেন। উপজেলা নির্বাহী অফিসার মিজানূর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, যশোর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক গাজী হাবিবুর রহমান প্রমুখ।
×